Sheikh Shahjahan: স্বস্তি নেই শেখ শাহজাহানের, হেফাজতে নিতে চায় সিবিআই

সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আগেই গ্রেফতার করা হয়েছে। আজ তার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়ে গেলে বারাসাত আদালতে তোলা হয়। শেখ শাহজাহান (Sheikh…

sheikh shahjahan

সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আগেই গ্রেফতার করা হয়েছে। আজ তার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়ে গেলে বারাসাত আদালতে তোলা হয়। শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘিরে এক কিছুদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার, জমি দখল-সহ একাধিক অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে।

তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বাংলার বিদ্বজনেদের একাংশ। বাদশা মৈত্র, দেবদূত ঘোষ-সহ আরও অনেকেই সন্দেশখালিতে গিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে দেখা করে। পরে কলকাতা প্রেসক্লাবে সভা করে তাঁর নিজেদের অভিজ্ঞতার কথা জানা। শাহজাহানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগের কথা শোনা যায়।

সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্তর কঠোর সাজা হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁকে নানা সময় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার তাকে সিবিআই হেফাজতে নেওয়ার চেষ্টা করছে ইডি। শাহজাহান গ্রেফতার হওয়ার পর রীতিমতো উৎসব পালিত হয় সন্দেশখালিতে।

এক্ষুনি ছাড়া পাচ্ছেন না শাহজাহান। তার অস্বস্তি বাড়ছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শেখ শাহাজাহানকে থেকে বহিষ্কার করেছে তৃণমূল। এমন কি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে দোষীর কোনও ক্ষমা নেই। হবে শাহজাহানের শাস্তি হলে আদতে খুশি হবেন সন্দেশখালির বাসিন্দারা।

ইডি গ্রেফতার করতে গেলে শাহজাহানের ঘনিষ্ঠরা ইডির আধিকারিকদের ব্যাপক মারধর করে। সিবিআই আদালতে দাবি করেছে, ওইদিন বাড়ির কাছেই ছিলেন শেখ শাহজাহান। তাঁর নির্দেশেই মার খেতে হয় ইডি আধিকারিকদের। শাহজাহানকে যদি সিবিআইয়ের হেফাজতে দেওয়া হয় তাহলে জেলে গিয়েও ইডি আধিকারিকরা তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।