Loksabha election 2024: দলীয় প্রার্থীর মন্তব্যে অস্বস্তিতে শাসক দল

আজ জেলা তৃণমূল ভবনে গিয়ে লোকসভা ভোটের আগে এক কর্মী বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখার সময় তালডাংরার বিধায়ক ও সর্বোপরি এবারের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের…

arup chakraborty

আজ জেলা তৃণমূল ভবনে গিয়ে লোকসভা ভোটের আগে এক কর্মী বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখার সময় তালডাংরার বিধায়ক ও সর্বোপরি এবারের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্ত্তী বলেন”দলের এই মুমুর্ষু অবস্থায়, কোন কর্মীকে বিভাজন হতে দেবোনা,দরকার হলে পায়ে ধরে নেবো,ভোটটা করুন। রাগ-অভিমান ছাড়ুন”।এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধীদের তরফে শাসক দল ‘ঠ্যালা’য় পড়েছে দাবি করে একটি বহুল প্রচলিত প্রবাদ বাক্যের কথা বলতে শোনা গেছে। এমনকি বিজেপি নেতৃত্বের তরফে দাবি করে’আসল কথাটা এবার বলে ফেলেছেন তৃণমূল প্রার্থী। এমনকি লড়াই এর আগেই তিনি হার স্বীকার করে নিচ্ছেন’এমন দাবিও করতে দেখা যায় তাদের।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি,বলেন,ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত পঞ্চায়েত ভোটের সময় অনেকেই ‘রাগারাগি’ করে এদিক-ওদিক চলে গিয়েছিল, ওদের তো এবার চাই। ওরা দলের সম্পদ। কোনো ভুল ত্রুটি থাকলে বলুকনা, আমি পায়ে ধরে নেবো। ‘বড় দল’ বুথ স্তরে একটু-আধটু সমস্যা হয়, সব ঠিক হয়ে যাবে বলেও তিনি দাবি করেন।

তবে তৃণমূল প্রার্থীর এই মন্তব্যকে অস্ত্র হিসাবে পেয়ে গেছে বিজেপি। ‘বিদায়ী’সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা এবারের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, ‘তৃণমূলের এমন অবস্থা’!এবার তাহলে আসল সত্যটা ঝুলি থেকে বেরোলো। প্রতিপক্ষ জোরদার হলে খেলায় আনন্দ আছে। অবশেষে দলীয় প্রার্থীর এইরুপ বক্তব্যে প্রাক্ ভোট মরশুমে যথেষ্ট অস্বস্তিতে শাসক শিবির।