Coal Scam: ব্যাঙ্কক যেতে চেয়ে আদালতের শরণে অভিষেক-শ্যালিকা

কয়লা পাচার(coal scam) মামলায় একাধিকবার তলব করেছে ইডি। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। এর‌ জেরেই এখনই দেশের বাইরে যেতে পারবেন না তৃণমূলের সাধারণ…

কয়লা পাচার(coal scam) মামলায় একাধিকবার তলব করেছে ইডি। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। এর‌ জেরেই এখনই দেশের বাইরে যেতে পারবেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। দেশের বাইরে যাওয়ার অনুমতি না থাকায় মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাঙ্কক যাওয়ার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক শ্যালিকা।

মেনকা আদালতকে জানিয়েছে, তার মা অসুস্থ। ব্যাঙ্ককে পরিবারের সদস্যরা রয়েছেন। মূলত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে এবং চিকিৎসা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের জন্যই ব্যাঙ্ককে যাওয়া প্রয়োজন তার। আদালতের তরফে আবেদনটি গ্ৰহণ করা হয়েছে। সোমবার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইডির তরফ থেকে মেনকার সেই আবেদনের বিরোধিতা জানানো হয়েছে। ইডির আইনজীবী আদালতকে বলেন, লুক আউট’ নোটিস জারি আছে। সেক্ষেত্রে তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হবে না। 

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন মেনকা। সেই সময় তাকে বিমানে উঠতে বাধা দেয় অভিবাসন দফতরের আধিকারিকরা। এরপরেই আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। মেনকা গম্ভীর অভিযোগ জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট তাকে রক্ষাকবচ দিলেও‌ তাঁকে বারবার হেনস্থা করা হচ্ছে। ভবিষ্যতেও করা হতে পারে। আদালতে ওঠার পর এই মামলা খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত, বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয় মেনকাকে। নিয়ম মেনেই তদন্তকারী সংস্থার দ্বারস্থ হন মেনকা। এখন সেই মামলাতেই নতুন করে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে।