Howrah: টাকার পাহাড় ফেলে পালালেন হাওড়ার ব্যবসায়ী

রবিবারের পর সোমবার, পর পর দুদিনই হাওড়া(howrah) শিবপুরে ব্যবসায় ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ক্রমেই বাড়ছে টাকার অঙ্ক। দু’দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ…

রবিবারের পর সোমবার, পর পর দুদিনই হাওড়া(howrah) শিবপুরে ব্যবসায় ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ক্রমেই বাড়ছে টাকার অঙ্ক। দু’দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা। তবে এখনও কোনো খোঁজ মেলেনি অরবিন্দ পাণ্ডে এবং শৈলেশ পাণ্ডের। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। 

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে দায়ের করা হয়েছিল অভিযোগ। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে যেখানে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। তারপরই গ্যারেজ থেকে উদ্ধার হয় ২ কোটি টাকা। শনিবার রাতের পর রবিবারেও অভিযান চালায় পুলিশ। অভিযান চালালেও এখনও পর্যন্ত কোনো হদিশ মেলেনি পাণ্ডে ব্রাদার্সের।

পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, বিদেশ থেকে আসা টাকাই পাচার করতেন দুই ভাই। এমনকি একাধিক অ্যাকাউন্ট খুলে টাকা সাদা করা হত। পুলিশ সূত্রে খবর, খাটে চাদর-বালিশের পরিবর্তে থাকত টাকার পাহাড়। কিন্তু এত টাকা কার? কোথা থেকে এল? পাণ্ডে ব্রাদার্সের সঙ্গে এই‌ টাকার যোগসূত্র কি?‌ উঠছে একাধিক প্রশ্ন। তদন্ত নেমেছে পুলিশ।

রবিবার সকালে হেয়ার স্ট্রিট ও শিবপুর থানার যৌথ অভিযানে নগদের পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। পুলিশের দাবি,ব্যাগে করে বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর।

ইতিমধ্যেই ব্যবসায়ীর যে গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তা সিজ করে নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীর দুটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। সেই দুটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুল অভিযুক্ত এখনও অধরা বলেই জানা গেছে। আবাসনের রুম ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।