বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা, গোটা এলাকা জুড়ে আতঙ্ক

শনিবার রাত পৌনে ১২টা নাগাদ বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার (baishali dalmiya) বাড়ির দিকে বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বাইকে চেপে আসা দুষ্কৃতীরা তাঁর বাড়ির…

bomb-explodes-at-bjp-leader-baishali-dalmias-house-in-behala-kolkata

শনিবার রাত পৌনে ১২টা নাগাদ বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার (baishali dalmiya) বাড়ির দিকে বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বাইকে চেপে আসা দুষ্কৃতীরা তাঁর বাড়ির পাঁচিলে বোমা ছোড়ে।

এই ঘটনার পর বৈশালী ডালমিয়া (baishali dalmiya)থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, বাইক আরোহী দুষ্কৃতীরা বাড়ির সামনে এসে বোমাটি ছুড়ে পালিয়ে যায়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে৷

কী কারণে হামলা? সেই বিষয় নিয়ে বিজেপি নেত্রী জানাচ্ছেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। কারা,কেনই বা এই হামলা চালাল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন তিনি। বৈশালী বলেন, “বড় দেওয়াল ও তারকাঁটায় আটকে গেল তাই। না থাকলে সোজা আমার জানলাতেই লাগত। আমি বারান্দায় বসেছিলাম। প্রচণ্ড আওয়াজ শুনতে পাই। হিন্দি সিনেমার দৃশ্যের মতো আগুনের ঝলকানি দেখতে পাই। কী কারণে এই হামলা বুঝতে পারছি না।” এছাড়াও আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি ও আমার ছেলে বিভিন্ন সময় গাড়িতে যাতায়াত করি। ওরা তো গাড়িতেও হামলা চালাতে পারত। তখন কী হত?”

Advertisements

এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি দিন দিন বাড়ছে। সীমান্তের দুই পাশেই তৎপরতা বাড়ছে, এবং গোপন গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও জঙ্গি কার্যকলাপ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষ নজর রাখা হচ্ছে পাচারকারীদের এবং জাল নোট ব্যবসায়ীদের ওপর।