Purba Medinipur: ভোটের আগেই কালি লেপে গেল শুভেন্দুর নামে, তমলুক সরগরম

পুরভোটের আগেই তমলুক সরগরম শুভেন্দুর নামে কালি পড়ল। পুরভোটে জম জমাট পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার তমলুক। রবিবার ভোটের আগেই বিরোধী দলনেতা শুভেম্দু অধিকারীর নামাঙ্কিত ফলকে কালি লেপা হয়।

পুরভোটের আগেই তমলুক সরগরম শুভেন্দুর নামে কালি পড়ল। পুরভোটে জম জমাট পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার তমলুক। রবিবার ভোটের আগেই বিরোধী দলনেতা শুভেম্দু অধিকারীর নামাঙ্কিত ফলকে কালি লেপা হয়। তমলুকের বানপুকুর ধারে হলদিয়া উন্নয়ন পর্ষদের উন্নয়নের ফলক বিকৃত করার ঘটনা রাজনৈতিক হাওয়া গরম।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারী ছিলেন পরিবহন মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। তিনি বিজেপিতে গেছেন। আর পুরভোটের আগেই তার নামাঙ্কিত ফলকে কালি পড়েছে। এই ঘটনাকে নিয়ে নিন্দার চোখে দেখছে বিজেপি, অপর দিকে দায় এড়ালেন তৃণমূল কংগ্রেস। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম মন্ত্রী সৌমেন মহাপাত্রের বাকযুদ্ধে সরগরম তমলুক। তাম্রলিপ্ত পৌরসভার উন্নয়ন নিয়ে একে অপরকে খোঁচা দিয়ে চলেছেন। পুরভোটে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবার ভিত্তিক রাজনীতি শেষ হয়ে যাবে। সুযোগ বুঝে বিজেপিতে যাওয়ার ফল পাবেন শুভেন্দু। এমন দাবি তৃণমূল কংগ্রেসের। বিরোধী দল বিজেপির অভিযোগ, সন্ত্রাস চালিয়ে ভোট করাবে টিএমসি।

বিশ্লেষকদের দাবি, কর্পোরেশনের ভোটে বিজেপি নেমেছে তিন নম্বরে। আর এবারের পুরভোটে বামফ্রন্টের দ্বিতীয় হয়ে উত্থানের ট্রেন্ড থাকার বড় সম্ভাবনা।