দু’একজন বলতেই ছুটি দেওয়া হল স্কুলে: দিলীপ ঘোষ

দু’বছর পর স্কুল খুলতে শুরু করেছিল। পড়ুয়ারা সবেমাত্র স্কুল যেতে শুরু করেছিল। বাবা মায়েরা চিন্তায় ছিলেন অভ্যাস হয়ে যাচ্ছে বলে। এরই মধ্যে আবার ছুটির ঘোষণা।…

Dilip Ghosh

দু’বছর পর স্কুল খুলতে শুরু করেছিল। পড়ুয়ারা সবেমাত্র স্কুল যেতে শুরু করেছিল। বাবা মায়েরা চিন্তায় ছিলেন অভ্যাস হয়ে যাচ্ছে বলে। এরই মধ্যে আবার ছুটির ঘোষণা। এই প্রথম গরম পড়েছে এমনটা তো নয়। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য সরকারের স্কুলছুটি সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷

মেদিনীপুরের সাংসদের কথায়, রোদ নতুন হচ্ছে না। দু’একজন হয়তো বলেছেন আর সঙ্গে সবার ছুটি দিয়ে দেওয়া হল। একবার ভাবলেন না ছেলে মেয়েদের কথা। তারা স্কুলে গিয়ে পড়বে বলে এত টাকা খরচ করে ভবন তৈরি করা হয়েছে, সেটাই যদি ব্যবহার না হয় তাহলে আর কী করা যাবে। নিজের মতো করে রাজনীতির চিন্তা করে সিদ্ধান্ত নিলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ খেলনা হয়ে যাবে। সম্প্রতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের জেরে স্কুল বন্ধের নির্দেশ দেয় রাজ্য স্কুল শিক্ষা দফতর।

সোমবার রাজ্যের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সিমিতি। গরমের ছুটি কমানোর আর্জি জানিয়েছে তাঁরা। উঠে এসেছে ওড়িশার প্রসঙ্গ৷

এর আগে অবশ্য স্কুল সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য শিক্ষামন্ত্রীকে ব্রাত্য বসুকে চিঠি দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়, রাজ্যের সব জায়গার আবহাওয়া এক নয়৷ তাই সরকার এই সিদ্ধান্ত ভেবে দেখুক।