World Radio Day: টেলিভিশনের যুগেও স্বমহিমায় বিরাজমান বেতার

আমার আওয়াজ-ই আমার পরিচয়...

ইতিহাসের দিকে যদি ঘুরে তাকানো যায়, তবে দেখা যাবে ১৯ শতক থেকে রাজত্ব চলছে রেডিওর। শব্দতরঙ্গ ও সিগন্যাল নিয়ে বার্তা পাঠানোর ক্ষেত্রে এমন দুর্দান্ত মাধ্যম এখনও স্বমহিমায় বিরাজমান। আজ বিশ্ব রেডিও দিবসে সেই ইতিহাসের পাতা উল্টানো যাক। (World Radio Day)

ভারতে রেডিও আসে বিংশ শতাব্দীর গোড়ার দিকে। তবে ভারতে এর জনপ্রিয়তা পেতে বেশ কয়েক বছর সময় লেগেছিল। শিক্ষার আলো যেখানে পৌঁছয়নি, সেইসব মানুষের কাছে রেডিও খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। তাদের কাছে তথ্য প্রচারের কথা মাথায় রেখে রেডিওর প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। এই মাধ্যমটির জনপ্রিয়তাকে বাঁচিয়ে রাখতে এবং সবার মধ্যে এর ব্যবহার প্রচারের জন্য প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়।

   

ইউনেস্কো ২০১১ সালে তার ৩৬ তম সম্মেলনে এই দিনটি বিশ্বব্যপী উদযাপনের কথা ঘোষণা করে। তরপর ২০১২ সাল থেকে এই দিনটিতে রেডিও দিবস পালিত হয়। বর্তমান যুগে টেলিভিশন এখন অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। কিন্তু আজও রেডিও অনেক মানুষের জন্য গান শোনার প্রিয় মাধ্যম। অবসরের সঙ্গী।

COVID-19 মহামারী যখন বিশ্বে থাবা বসিয়েছে, রেডিও তখন তথ্য প্রদানের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে প্রমাণিত হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন