HomeOffbeat Newsভুলেও এই ফল নিয়ে বিমানে ওঠার চেষ্টা করবেন না, ধরা পড়লেই হেনস্তা

ভুলেও এই ফল নিয়ে বিমানে ওঠার চেষ্টা করবেন না, ধরা পড়লেই হেনস্তা

- Advertisement -

বিমানে ওঠার সময় কোন জিনিস কোথায় নেওয়া যায়, জানা থাকলে অনেকটাই সুবিধা হয়। না হলে শুধু জানার ভুলে বিমানবন্দরে গিয়ে হেনস্তার মুখে পড়তে হতে পারে। অন্তর্দেশীয় হোক বা আন্তর্জাতিক উড়ান, মাছ, মাংস, লঙ্কার আচার এই ধরণের খাবারে নিষেধাজ্ঞা থাকে। কিন্তু, জানেন কি একটি ফলেও রয়েছে একই নিষেধাজ্ঞা। কোন ফল সেটি?

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বিমানে চলাফেরার ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস বিপজ্জনক বলে ঘোষণা করেছেন। সেসব নিয়ে বিমানে ওটার চেষ্টা করলেই বিমানবন্দর কর্তৃপক্ষের হেনস্তার মুখে পড়তে হয় যাত্রীদের। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, মাছ, মাংস, লঙ্কার আচারের মত সব জিনিস। এছাড়াও রয়েছে একটি ফল।

   

স্তন্যপায়ী কিন্তু ডিম দেয়! বলুন তো কোন প্রাণী?

এবার খোলসা করা সেই ফল কোনটা। সেটা হল নারকেল। গোটা হোক বা শুকনো, কোনওভাবেই নারকেল নিয়ে বিমানে চড়ার চেষ্টা করবেন না। বিভিন্ন সময়ে প্রসাদ হিসাবে শুকনো নারকেল দেওয়া হয়। এক রাজ্য থেকে অন্য রাজে বা এক দেশ থেকে অন্য দেশে গেলে, যাত্রীদের অনেক সময় প্রসাদ নিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। প্রসাদে এমনিতে সমস্যা না হলেও, শুকনো নারকেল থাকলেই কিন্তু আটকে দিতে পারে বিমান সংস্থা।

আজবকাণ্ড, ভারতের এই শহর প্রতিদিন থমকে দাঁড়ায় ৫২ সেকেন্ড

কেন নারকেলে আপত্তি? বিমান সংস্থার তরফে জানা গিয়েছে, শুকনো নারকেল দাহ্যপদার্থ। নারকেলের তেলের কারণে এটিকে তেলের দাহ‍্য পদার্থের তালিকায় ফেলা হয়। ফলে বিমানে বিপদ এড়াতেই চেক-ইন হোক বা কেবিন ব্যাগ, কোনওটাতেই নারকেল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না।

বিমানের হাতব্যাগে যেসব জিনিস নেওয়া যাবে না সেগুলো হল:
পিস্তল, যে কোনো আগ্নেয়াস্ত্র (লাইসেন্স করা হলেও) নেল কাটার, ব্লেড, মাছ, মাংস, পেন্সিল ব্যাটারি (অবশ্য এটি লাগেজেও দেওয়া নিষেধ), ম্যাচ বাক্স, লাইটার (এই দুটি জিনিস লাগেজেও দেওয়া যাবে না) , প্লাস, কাচি, ছুরি, ছুচ-সিরিঞ্জ, স্ক্রু ড্রাইভার, কাঁটা চামচ, মরিচের গুঁড়ো, সেভিং ফোম, ক্রিকেট ব্যাট ইত্যাদি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular