আজবকাণ্ড, ভারতের এই শহর প্রতিদিন থমকে দাঁড়ায় ৫২ সেকেন্ড

২৪ ঘন্টায় হয় ১ দিন। ৮৬,৪০০ সেকেন্ড নিয়ে হয় ২৪ ঘন্টা। কিন্তু অবাক কাণ্ড যে, ভারতেই রয়েছে এমন শহর যেখানে প্রতিদিন ৫২ সেকেন্ড করে থমকে…

indian city of telengana Nalgonda stopped for 52 seconds everyday know the reason , ভারতের এই শহরে প্রতিদিন থমকে দাঁড়ায় ৫২ সেকেন্ড

২৪ ঘন্টায় হয় ১ দিন। ৮৬,৪০০ সেকেন্ড নিয়ে হয় ২৪ ঘন্টা। কিন্তু অবাক কাণ্ড যে, ভারতেই রয়েছে এমন শহর যেখানে প্রতিদিন ৫২ সেকেন্ড করে থমকে যায়! ভাবছেন এ আবার কি হেয়ালি। না মসকরা নয়, বাস্তবে এমনটাই ঘটে। তবে, এ জন্য ওই শহরের বাসিন্দাদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হয় না। বরং থমকে যাওয়া ৫২ সেকেন্ডে যা হয়, তাতে আরও উজ্জীবিত হয়ে ওঠেন শহরবাসী।

প্রতিদিন ৫২ সেকেন্ড, কী এমন হয়?

   

দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার শহর নালগোন্ডা। এই শহরেই রোজ থমকে দাঁড়ায় ৫২ সেকেন্ড! সকাল ৮টা বাজলেই শহর স্তব্ধ হয়। ভাবছেন কেন? এবার তাহলে আসল কথা বলা যাক।

ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন অধিনায়ক জয় হে’। যা গাওয়া বা শোনায় ভারতীয়দের দেশপ্রেমের অনুভূতি জেগে ওঠে। নালগোন্ডায় প্রতিদিন সকাল ৮টা বাজলেই বেজে ওঠে জাতীয় সংগীত। তখন ৮ থেকে ৮০ সকলের মুখেই শোনা যায় জাতীয় সংগীতের কলি। ভারতের জাতীয় সংগীত গাওয়ার মোট সময় ৫২ সেকেন্ড। ফলে ওই ৫২ সেকেন্ড থমকে যায় নালাগোন্ডার সবকিছু।

স্তন্যপায়ী কিন্তু ডিম দেয়! বলুন তো কোন প্রাণী?

নালগোন্ডা শহরের ১২টি জায়গায় বড় লাউড স্পিকার রয়েছে। প্রতিদিন সকাল ৮টা বাজলেই সেগুলোতে বাজতে থাকে ‘জনগণমন অধিনায়ক জয় হে’। যা শুনে মানুষ তাদের কাজ ফেলে উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে শুরু করেন। আগামী দিনে শহরের অন্যান্য স্থানেও লাউড স্পিকারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে পরিকল্পনা চলছে।

কে এই ভিক্ষুক? বিপুল সম্পত্তির মালিক হয়েও কেন ভিক্ষা ছাড়েননি?

২০২১ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক ভাবে প্রথমবার শহরে জাতীয় সংগীত শোনানো হয়েছিল। তখন জম্মিকুন্ত নামক জায়গা থেকে প্রতিদিন জাতীয় সংগীত বাজানো হত। যা সকলের ভাল লাগে। অনুপ্রাণিত হয় নালগোন্ডার ‘জনগণমন উৎসব’ সমিতি। ফলে শহরের বিভিন্ন জায়গায় লাউড স্পিকার লাগিয়ে চলে জাতীয় সংগীত বাজানোর কাজ। উদ্যোগটি প্রশংসা কুড়োতে তাকে। আর এখন তো জাতীয় সংগীত বাজলে শহরের বিভিন্ন স্থানে কমিটির কর্মীরাই তেরেঙ্গা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। সে এক রোমাঞ্চকর মুহূর্ত।