Viral video: পোষ্য-মালকিনের ভালোবাসার সম্পর্ক দেখে মুগ্ধ নেটবাসী 

কথায় আছে, ‘প্রাণীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত পোষ্য হল কুকুর’। আর এই কথার প্রমাণ বারবার পেয়েছে সভ্য সমাজের মানুষেরা। বর্তমানে এমনই আবার প্রমাণ পেলো নেটিজেনরা। সোশ্যাল…

কথায় আছে, ‘প্রাণীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত পোষ্য হল কুকুর’। আর এই কথার প্রমাণ বারবার পেয়েছে সভ্য সমাজের মানুষেরা। বর্তমানে এমনই আবার প্রমাণ পেলো নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral video) হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, এক বৃদ্ধা বাগানের কাজ করছেন এবং তার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে তার পোষ্য। বাগানের নানা কাজ করার শেষে তিনি যখন বসতে যাবে তখন তার পোষ্য নিজের মুখের মাধ্যমে টুলটি তার মালকিনকে এগিয়ে দিয়ে সহযোগিতা করতে দেখা যাচ্ছে। যাতে বৃদ্ধার একটু সুবিধা হয়। কুকুরটি দেহাকারে ছোটো হলেও সাহায্যের হাত বাড়াতে তার কোনো কমতি নেই।

https://twitter.com/buitengebieden/status/1584291089703669760?s=20&t=q7sT9axGqZKBxf8U3hWnpQ

বৃদ্ধার প্রতি অবলা জীবের এই ভালোবাসা দেখে প্রশংসার ঢল নেমেছে নেট পাড়ায়। কোনো কোনো নেটিজেনরা আবার মন্তব্য করে বলছেন, আজকালকার দিন মানুষের মানুষের প্রতি এতো প্রেম-ভালোবাসা-সহানুভূতি দেখতে পাওয়া যায় না যা এই পোষ্যর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই বহুগুন শেয়ার হয় নেট দুনিয়ায়। এই ছোটো ভিডিওটি মানব সভ্যতার জগতে এক অন্যতম দৃষ্টান্ত হয়ে রয়ে যাবে বলা যেতে পারে।