বর্তমানে ডিজিটালের যুগে সোশ্যাল মিডিয়ায় গতানুগতিক স্বাভাবিকের থেকে আলাদা কিছু হলেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। যা কখনো আমাদের আনন্দ দেয় কখনো বা কিছু শিক্ষা দিয়ে যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল(viral)। যা দেখে আদতে বন্ধুত্ব কেমন হওয়া উচিত তা শিক্ষণীয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি হনুমান ও এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা কফিনে ঢেকে রাখা রয়েছে এক মৃতদেহ। তার সামনে ঠায় বসে রয়েছে একটি বাঁদর। আসলে ওই ব্যক্তি হলেন বাঁদরের বন্ধু, অনেকটা কাছের মানুষ। নিজের বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ বাঁদরটি। ওই ব্যক্তির মৃতদেহ থেকে এক মুহূর্তের জন্য সরতে দেখা যাচ্ছে না তাকে।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ৪৫ সেকেন্ডের দীর্ঘ ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাঁদরটি ওই মৃত ব্যক্তির মরদেহের কাছে বসে আছে। ওই ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছে সে। ব্যক্তিটি যে মৃত তা না বুঝেই ওই ব্যক্তিটিকে বারংবার জাগানোর চেষ্টা করছে অবলাটি।
A monkey paying tribute at the #funeral of its master in #Batticaloa.#truelove. pic.twitter.com/Yf3XjRYXwc
— Aslaw CC (@effay123) October 19, 2022
এক ব্যক্তি বাঁদরটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সে ওই ব্যক্তির মৃতদেহের কাছ থেকে যেতে অস্বীকার করে। কিছুক্ষণ পর আবার এও দেখা যায় যে ওই ব্যক্তিরকে স্যালুট করছে বাঁদরটি। বারংবার ওই ব্যক্তির মরদেহের কপালে চুম্বন দিচ্ছে এই অবলা।
ঐ বাঁদরের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন ব্যক্তি। ওই বাঁদরটি প্রায় সই তার বাসভবনে আজ তো এবং ওই ব্যক্তি তাকে খাবার দিতেন। আর এই ভাবেই তাদের দুজনের বন্ধুত্ব গাঢ় হয়। শ্রীলংকার বাত্তিকালোয়ারের এক টুইটার ব্যবহারকারী আসলাও সিসি টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওতে বন্ধুত্বের সংজ্ঞাটি আবারও একবার খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। অবলা জন্তুদের মধ্যেও যে অনুভূতি কতটা প্রবল থাকে তার অনন্য নিদর্শন এই ভিডিও।