দ্রুত এক স্থান থেকে অন্যত্র পৌঁছাতে বিমানের বিকল্প নেই। কোনও কোনও ক্ষেত্রে আবার বিমানের ভাড়া ট্রেনের ফার্স্ট ক্লাসের এসি কামরার ভাড়ার তুলনায়ও বেশ কম হয়ে থাকে। কিন্তু বিমানের নিয়ম কানুন সম্পর্কে অনেকেরই ধারণা খুব স্পষ্ট নয়। সেক্ষেত্রে অনেক সময়ই জটিলতায় পড়তে হয় যাত্রীদের। জানেন, বিমানে কত বয়স পর্যন্ত একটি শিশুর কোনও আলাদা টিকিট লাগে না? এই প্রতিবেদনে রইল সেইসবের হালহদিশ…
নিয়ম অনুসারে, ২ বছর বয়স পর্যন্ত যে কোনও বাচ্চাকে একটি শিশু বা ইনফ্যান্ট হিসাবে গণ্য করা হয়ে থাকে। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী এই বয়সের শিশু নিয়ে তার অভিভাবক বা আইনী অভিভাবকের সঙ্গে একই আসনে ভ্রমণ করতে হয়। এই অবস্থায় শিশু বেশিরভাগ সময়ই বিনামূল্যে অর্থাৎ বিনা টিকিটে ভ্রমণ করে থাকে।
তবে উড়ান সংস্থা ভেদে এই নিয়মের পার্থক্য রয়েছে। অনেক সময় ২ বছর পর্যন্ত শিশুর বিমানে ভ্রমণে খরচ লাগে প্রাপ্তবয়স্কদের ভাড়ার মাত্র ১০ শতাংশ।
ঘুমের দফারফা করে কেন কানের কাছেই ভনভন করে মশা?
নিয়ম হল যে, যাত্রার সময় যদি শিশুর বয়স ১ বছর হয়, কিন্তু ফিরতি যাত্রার সময় বয়স ২ বছর হয়ে যায়, তাহলে কিন্তু শিশুটির জন্য ফেরার পথে বিমানের টিকিট বুক করতে হবে। কারণ এক্ষেত্রে শিশুকে আর ইনফ্যান্ট ক্যাটাগরির হিসেবে ধরা হয় না। ২ থেকে ১২ বছর বয়সের বাচ্চাদের চাইল্ড বা বাচ্চা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। ১২ বছরের বেশি বয়সি যে কোনও ভ্রমণকারীকে একজন প্রাপ্তবয়স্ক হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। যাত্রার সময় যদি কারো বয়স ১১ বছর হয় কিন্তু ফিরতি যাত্রার আগেই তার বয়স ১২ বছর হয়ে যায়, তবে কিন্তু ভাড়া প্রাপ্তবয়স্ক হিসেবেই ধার্য হবে। যদিও এই নিয়ম বিমান পরিষেবাদায়ী সংস্থাগুলি ভেদে ভিন্ন হতে পারে।
মুচমুচে-রসে টইটুম্বুর, জানের ভারতের জাতীয় মিষ্টি কোনটা?
সাধারণত দীর্ঘ দূরত্বের উড়ানে শিশুর জন্য ব্যাসিনেট উপলব্ধ করে থাকে। যদিও সেই সুযোগ থাকে সীমিত।
যাত্রার আগে টিকিট কাটার সময়ই পুরো বিষয়টি সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া ভাল।