Unveiling the Mystery: রাত হলেই ট্রেনের স্পিড বেড়ে যায় কেন? কারণ অনেকেরই অজানা

Why Train Speed Increases at Night

Unveiling the Mystery: দূরপাল্লার ট্রেনে আমরা কমবেশি সবাই উঠেছি। খেয়াল করলে দেখবেন, দিনের তুলনায় রাতে ট্রেনের গতিবেগ অনেক বেশি থাকে! কিন্তু কেন? জানেন এর পিছনে কি কারণ রয়েছে? আজ আপনাদের জানাবো সে বিষয়ে।

অনেকেই ভাবেন রাতে ট্রেনের গতিবেগ এত বেশি থাকে কেন, কিন্তু তার সঠিক কারণ বেশিরভাগেরই অজানা। অনেকেই আবার এর ভুল কারণ ব্যাখ্যা করে। দিনের তুলনায় রাতে ট্রেনের গতিবেগ সত্যিই বেশি থাকে। এর পিছনে রয়েছে একাধিক কারণ।

   

প্রথমত, দিনের বেলা রেলওয়ে ট্র্যাকে মানুষ ও পশুর বিচরণ থাকলেও রাতে রেলওয়ে ট্র্যাক থাকে একদম ফাঁকা। ফলে ফাঁকা ট্রাকের উপর থেকে ট্রেন দ্রুত গতিতে ছুটে চলে। কোনও সমস্যা হয় না।

দ্বিতীয়ত, রাতের বেলা রেলওয়ে ট্র্যাকে কোনরকম মেরামতির কাজ কিংবা মেইনটেনেন্স ওয়ার্ক হয় না। ফলে স্বাভাবিকভাবেই ট্রেনের গতি বাড়লেও সমস্যা নেই।

রাতেই ট্রেনের গতি বেশি থাকার আরো একটি অন্যতম কারণ হলো, রাতের বেলা লোকো পাইলট অনেকটা দূর থেকেই সিগন্যাল দেখতে পান। ফলে অনেক সময়ই ট্রেন স্লো করার দরকার পড়ে না। এককথায় কোনও রকমের বিপদ হওয়ার আশঙ্কা তেমন না থাকায় রাতের বেলায় গতি বাড়ানও হয় ট্রেনের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন