Madhya Pradesh: ৪০০ বছরে ওই গ্রামে কোন শিশুর জন্ম হয়নি

Sanka Shyam Ji village

নিউজ ডেস্ক: নিয়ম নেই গ্রামের মধ্যে কোনও শিশুর জন্ম (child birth) দেওয়ার। ৪০০ বছর ধরে এমনই প্রথা চলে আসছে চলে আসছে মধ্যপ্রদেশের এক গ্রামে । কুসংস্কার এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, গ্রামের লোকজন বিশ্বাস করে এই গ্রামের ভেতরে কোনও মা তাঁর সন্তানের জন্ম দিলে, মা এবং সন্তান উভয়েরই মৃত্যু হবে। না হলে ভূমিষ্ঠ হবে বিকলাঙ্গ সন্তান ।

একবিংশ শতাব্দীতে আজকের আধুনিক যুগেও ৪০০ বছর ধরে এই অন্ধবিশ্বাস বহন করে আসছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সানকা শ্যামজি গ্রাম। স্থানীয় তথ্য অনুযায়ী, শেষবার কোনও মহিলা গ্রামেই সন্তানের জন্ম দিয়েছিলেন ৪০০ বছর (four hundred years ago) আগে। স্থানীয়রা বিশ্বাস করে যে, তাদের গ্রাম “অভিশপ্ত” এবং যদি কোনও মহিলা এখানে সন্তানের জন্ম দেন তাহলে তার সঙ্গেই অভিশাপ নেমে আসবে গোটা গ্রামে।

   

রাজ্যের রাজধানী ভোপাল (bhopal) থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে রাজগড়ের সানকা শ্যামজি গ্রামে কোনও লিখিত নিয়ম নেই। তবে গ্রামের মধ্যে মহিলাদের সন্তান প্রসবেরও কোনও অনুমতি নেই। তাই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় মহিলাদের সন্তানের জন্ম দিতে যেতে হয় নিজেদের গ্রামের সীমানা ছাড়িয়ে অন্য কোনও গ্রামে। সেখানে সন্তানের জন্ম দেওয়ার পর গ্রামের মুরুব্বিদের অনুমতি নিয়ে তবেই মা ও সন্তান গ্রামে প্রবেশের ছাড়পত্র পায় ।

গ্রামের সরপঞ্চ জানান, এখন অবশ্য বেশিরভাগ প্রসবই হয় হাসপাতালে। সেক্ষেত্রে শিশুর জন্ম এলাকার গ্রামীণ হাসপাতালে না হয়ে গ্রামের বাইরের কোনও হাসপাতালে হয়। জরুরি ক্ষেত্রে, এমনকী, খারাপ আবহাওয়াতেও মহিলাদের সন্তান প্রসবের জন্য গ্রামের বাইরে নিয়ে যাওয়া হয়। অন্ধ বিশ্বাসের এমনই চাপ। অবাক করার বিষয় হল, স্থানীয় প্রশাসনও গ্রামবাসীদের সচেতনতা বাড়াতে তেমন কোনও উদ্যোগ নেয়নি। ফলে এই অযৌক্তিক প্রথা শেষ হওয়ারও কোনও লক্ষণ নেই মধ্যপ্রদেশের এই অখ্যাত গ্রামে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন