Viral: তৃষ্ণার্ত বৃদ্ধ দম্পতিকে জল খাইয়ে ভাইরাল খুদে

সোশ্যাল মিডিয়ায় এক খুদের কীর্তি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। বলা হয়, বয়সের সঙ্গে দয়ালু কাজের কোনও সম্পর্ক নেই। শিশু হোক বা বয়স্ক ব্যক্তি, দয়ার গুণ যে কারও মধ্যেই আসতে পারে। সম্প্রতি আইএএস অফিসার অবনীশ শরণ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। আর এই ছবি নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট বাচ্চা একটি মন জিতে নেওয়ার মতো কাজ করছে। এই ছবিতে এক স্কুল পড়ুয়াকে দেখতে পাওয়া যাচ্ছে। স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে এক বৃদ্ধ দম্পতিকে দেখতে পায় শিশুটি। তাঁরা তৃষ্ণার্ত হয়ে বসে ছিলেন। এরপর ওই বৃদ্ধ দম্পতিকে বোতল দিয়ে জল পান করায় শিশুটি। রাস্তা দিয়ে হেঁটে আসা এক ব্যক্তি এই ছবি মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

   

আইএএস অফিসার ছবিটি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘ঘৃণা শেখানো হয়, করুণা স্বাভাবিক’৷ আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এই সহজ ছবি হাজার শব্দের সমান। এটি অবশ্যই আপনার দিনটি তৈরি করবে।

এদিকে আইএএস অফিসার সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত ২৪ হাজারেরও বেশি লাইক পেয়েছে ছবিটি। ১,৮০০ জনেরও বেশি মানুষ পোস্টটি রিটুইট করেছেন। সেই সঙ্গে কমেন্ট সেকশনে বাচ্চাটির প্রশংসা করছেন মানুষ। একজন লিখেছেন, “এত ছোট শরীরে এত বড় হৃদয়।” আরেকজন লিখেছেন, “একটি নিষ্পাপ শিশুর বিস্ময়কর চিন্তাভাবনা।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন