Swaziland: গরীব দেশের রাজার বউ ১৫! প্রত্যেকের আলাদা গাড়ি আছে

আফ্রিকা মহাদেশের ছোট্ট একটি রাষ্ট্র সোয়াজিল্যান্ড (Swaziland)। সেখানকার নাগরিকদের জীবনযাত্রা খুব সাধারণ হলেও রাজা কিন্তু প্রাইভেট জেটে করে চলাফেরা করে। শুধু তাই নয় তিনি তার…

আফ্রিকা মহাদেশের ছোট্ট একটি রাষ্ট্র সোয়াজিল্যান্ড (Swaziland)। সেখানকার নাগরিকদের জীবনযাত্রা খুব সাধারণ হলেও রাজা কিন্তু প্রাইভেট জেটে করে চলাফেরা করে। শুধু তাই নয় তিনি তার ১৫ জন স্ত্রীর জন্য কিনে দিয়েছেন ১১৯ কোটি টাকার গাড়ি। বিস্ময়কর মনে হলেও বিষয়টি সত্যি।

রাজা তার পঞ্চাশতম জন্মদিনে দেশটির নামই বলে ফেলেছে। যা গোটা বিশ্বে বিরল ঘটনা। ২০১৮ সালের পঞ্চাশতম স্বাধীনতা দিবসে বর্তমান রাজা, তৃতীয় মস্বতী ঘোষণা করেন সোয়াজিল্যান্ড-এর নতুন নাম হবে ইসোয়াতিনি। পুরো নাম হবে দ্য কিংডম অফ ইসোয়াতিনি। স্বাধীনতার ৫০ তম বছরে এসে উপনিবেশিক নাম বদলে স্বদেশী নাম ডাকতে পেরে বেশ আনন্দ পেয়েছিল সে দেশের জনগণও।

অবশ্য ২০১৭ সালে জাতিসংঘের সাধারণ সভায় রাজা ইসোয়াতিনির নামটি ব্যবহার করেছিলেন। দেশের নাম পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে রাজা জানান, বিশ্বের যে কোন দেশে গেলে ভুলবশত তাদেরকে সুইজারল্যান্ডের বাসিন্দা বলে মনে করা হয়। অনেক সময় তাদের পরিচয় সংকটেও পড়তে হয়। এই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সার্বিকভাবে এই দেশের প্রধান হচ্ছেন একজন রাজা। তিনি যা বলেন এবং করেন সেটাই হলো সে দেশের আইন। দেশ পরিচালনার দায়িত্ব রাজার।একতার প্রতীক হিসেবে রাজাকে মনে করেন যে দেশের জনগণ।

তবে মজার ব্যাপার হলো ইসোয়াতিনির রাজা প্রত্যেক বছর একটি করে বিবাহ করে থাকেন। বিয়ে করাটা সে দেশের রাজাদের কাছে এক রকমের বিনোদনের ব্যাপার। বর্তমানে ওই রাজার ১৬ জন স্ত্রী এবং ৩৫ জন সন্তান রয়েছে। এই রাজা যতদিন বেঁচে থাকবেন তিনি প্রত্যেক বছর একটি করে বিবাহ করবেন। এই রাজার বাবা দ্বিতীয় মস্বতীর ৭০ টির বেশি স্ত্রী ছিল এবং ছেলে মেয়ে ছিল ১৫০ জন।

সোয়াজিল্যান্ডের রাজারা “দ্য লায়ন” নামে পরিচিত। তাদের ঐতিহ্যবাহী পোশাকও তাদের পরিচয় বহন করে। বিয়ে করার জন্য স্ত্রী বাছাই করার পদ্ধতিটাও অন্যরকম। প্রতিবছর আগস্ট মাসে তারা একটি উৎসবের আয়োজন করে। যার নাম হয় রিট নাচ। আট দিনব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করে প্রায় ৪০ হাজার কুমারী মেয়ে। তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নাচে অংশগ্রহণের পাশাপাশি মাতৃভাষায় গান গেয়ে থাকে। এই উৎসবের তাদের গান এবং নাচ দেখে চল্লিশ হাজার সুন্দরীর মধ্য থেকে একজনকে বেছে নান রাজা। এবং তাকেই বিয়ে করেন।

সোয়াজিল্যান্ড তথা দ্য কিংডম অফ ইসোয়াতিনি অধিপতি রাজা মস্বতী ভারত থেকে ঘুরে গিয়েছেন। ২০১৫ সালে ১৫ জন স্ত্রী, সন্তান ও ১০০ জন পরিচারকের সঙ্গে ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিতে এসেছিলেন। দিল্লির একটি পাঁচতারা হোটেলে তাঁদের জন্য ২০০টি রুম বুক করা হয়েছিল।