জমকালো আয়োজনে বাংলাদেশের খুলনায় খর্বাকৃতি যুগলের বিয়ে হল শুক্রবার। এই ভিন্ন ধরণের বিয়ে নিয়ে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতন। পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় খুলনার রেলওয়ে বস্তি এলাকায়। জানা গিয়েছে বর-কনে দু’জনই খর্বাকৃতির, এবং উচ্চতায় দু ফুটের একটু বেশি তারা দুজনেই।
বাগেরহাটের আব্বাস চৌকিদার বর্তমানে রামপাল কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র। তিনি উচ্চতায় দু-ফুটের একটু বেশি। আব্বাসের সঙ্গে বিয়ে ঠিক হয় সোনিয়া খাতুনের। সোনিয়াও আব্বাসের মতই খর্বাকৃতি। শুক্রবার ৩ নভেম্বর আব্বাস-সোনিয়ার চার হাত এক হয়। উৎসুক মানুষেরও ভিড়ও ছিল। তারা আব্বাস-সোনিয়াকে শুভকামনা জানিয়েছেন। নতুন জীবনের জন্যে সবার কাছে আশীর্বাদ চান নতুন দাম্পতি।
বর আব্বাস চৌকিদার জানান, “অনেকে অনেক বাজে মন্তব্য করেছে, আমি কোনও কথায় কান দি না। অনেকে বলেছে তুই চার আঙুলে, কীভাবে বিয়ে করবি? এমন প্রশ্নের জবাবে আমি বলেছি বিয়ে তো আল্লাহর হুকুম। তিনি চাইলে আমি বিয়ে করতে পারব।“
সংবাদমাধ্যমকে কনে সোনিয়া খাতুনের বাবা জানান, “মেয়েকে বিয়ে দিতে পেরে আমি খুবই খুশি। লাখ লাখ শুকরিয়া। তারা সুখে শান্তিতে থাকুক, সবাই দোয়া করবেন।“