HomeOffbeat NewsPurba Bardhaman: নিজের হেলিকপ্টারে উড়বে রেজাউল, চলছে তার প্রযুক্তি সাধনা

Purba Bardhaman: নিজের হেলিকপ্টারে উড়বে রেজাউল, চলছে তার প্রযুক্তি সাধনা

Published on

- Advertisement -

ছিল আকাশছোঁয়ার স্বপ্ন, ফলে এবার এক আস্ত হেলিকপ্টার বানিয়ে তাক লাগালেন ক্লাস ফাইভ পাশ গ্রাম্য যুবক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) নাদনঘাটের রেজাউল এমনই এক অসাধ্য কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন।

জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ বছর ধরে হেলিকপ্টার তৈরি নিয়ে রীতিমতো গবেষণা করে কাজ শুরু করেছে রেজাউল শেখ। একেবারে আঁটঘাঁট বেঁধে নাদনঘাটের ঘোলার এই যুবক লক্ষ-লক্ষ টাকা খরচ করে কিনেছেন বিভিন্ন যন্ত্রপাতি ও নানা সরঞ্জাম। সারাদিন নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টার তৈরির কাজই চালিয়ে যাচ্ছেন তিনি।

এদিকে রেজাউলের এই সেল্ফ মেড হেলিকপ্টার দেখতে উৎসাহী মানুষজন প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন। এলাকার বাসিন্দারাও রেজাউলের তৈরি হেলিকপ্টার আকাশে উড়তে কবে দেখবেন সেদিকে তাকিয়ে সকলে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ