Pakistan: রাস্তার ‘ঠগিনী’, ভিক্ষা করে ‘কোটিপতি’ পাক সুন্দরী

এই ধরুন না রাস্তার মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে আছে আপনার গাড়ি। সামনে এসে হাত পেতে দাঁড়ালেন এক ভিক্ষুক। বললেন হয়তো ‘দু’দিন কিছু খাইনি। বাড়িতে বাবা অসুস্থ।…

Pakistani girl became a millionaire after begging

এই ধরুন না রাস্তার মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে আছে আপনার গাড়ি। সামনে এসে হাত পেতে দাঁড়ালেন এক ভিক্ষুক। বললেন হয়তো ‘দু’দিন কিছু খাইনি। বাড়িতে বাবা অসুস্থ। ব্যাস মন গলে গেল আপনার। নিজের ইচ্ছায় বের করে দিলেন টাকা। ভাবলেন কিছু তো সাহায্য হল গরিব ওই ভিক্ষুকের।এমনটাই তো মানবিকতা। আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে ভিখারি এখন কোটিপতি। সেটি আবার নিজের মুখেই স্বীকার করছেন পাকিস্তানের(Pakistan) সুন্দরী।

বয়স বেশি না। নাম লাইবা বলে জানিয়েছেন ওই যুবতী। অল্প বয়সেই গাড়ি-বাড়ি-ফ্ল্যাট সব তাঁর হাতের মুঠো। মালয়শিয়ায় নিজের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। কোনও কিছুরই অভাব নেই। ঝাঁ চকচকে পোশাক। হাতে দামি মুঠোফোন। মুখেও হালকা মেকআপ। এককথায় ধনীই বললে অত্য়ুক্তি হবে না। আর এই সবকিছুর সৌজন্য়ে ‘ভিক্ষা’। হ্যা ভিক্ষা করেই পাঁচ বছরে মস্ত বড়লোক যুবতি। নিজে মুখে হেসে হেসে শিকার করেছেন সেকথা।

   

দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে কী ভাবে আয় করে বিপুল অর্থ উপার্জন করেছে সেকথাও বলেছেন তিনি। ভিক্ষা করে সেই অর্থ জমিয়েই পূর্ণ করেছে সব ‘অপূর্ণ সাধ’। গাড়ি বাড়ি, ফ্ল্যাট কোনও কিছুরই আজ তার অভাব নেই। যুবতির কথা শুনে একদল নেটিজেন বেজায় চটেছেন। কেউ আবার মজা নিচ্ছেন। এভাবে মানুষের বিশ্বাস নেই কেউ খেলে? ঘোর অন্যায় করেছেন যুবতি, বলছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার বলছেন এই ধরনের মানুষের জন্য যাঁদের সত্যি টাকার দরকার তাঁরা টাকা পান না।

ভিডিয়োটি @shahfaesal নামে এক ইউজার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X শেয়ার করেছেন। পাকিস্তানের একজন ইউটিউবার তাঁর চ্যানেলে ভিডিওটি শেয়ার করেন। ওই যুবতির সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। ভিডিয়োটিতে দেখেছেন ৩ লাখেরও বেশি মানুষ। অনেকেই যুবতির এই ‘কীর্তি’ দেখে হেসেছেন। কেউ কেউ আবার মজাচ্ছলে বলছেন তাঁর এই ‘অন্যন্য ব্যবসার ফন্দি’ হার্ভাড বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে বলার মতো।