National Zoo Lovers Day: এশিয়ার প্রথম চিড়িয়াখানা মহাবিদ্রোহের ঘাঁটি ব্যারাকপুরে

134
first zoo in Asia is at Barrackpore

ভারতের তো বটেই, এশিয়ায় প্রথম চিড়িয়াখানা (Zoo) তৈরি হয়েছিল ব্যারাকপুরে। উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর সেই ব্রিটিশ শাসন থেকে আজও গুরুত্বপূর্ণ এলাকা।

লর্ড ওয়েলেসলি ১৮০৪ সালে ব্যারাকপুর চিড়িয়াখানা তৈরি করান। এটি বর্তমানে ব্যারাকপুর লাট ভবনের পাশে অবস্থিত ছিল বলে মনে করা হয়। ওয়েলেসলি স্বেচ্ছায় তৈরির উদ্যোগ নিয়েছিলেন।

সেই সময় এখানে নিলসা হরিণ, সাদা হরিণ, হায়েনা, বাঘ, গণ্ডার, ভালুক, কাশ্মীরি ছাগল, কচ্ছপ এরকম নানারকম পশুপাখি ছিল। এক্ষেত্রে একটু ছোট করে বলি যে, এখানে থাকত অদ্বৈত নামে এক কচ্ছপ।বি়ভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে, ব্যারাকপুরের সেই চিড়িয়াখানায় ছিল অদ্বৈত নামে সেই বিরল প্রজাতির কচ্ছপ। যে কিনা ১৮৭৫ সালে আলিপুরে চিড়িয়াখানা স্থানান্তরিত হওয়ার পর থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রায় ২৫০ বছর বেঁচেছিল।
লর্ড ওয়েলেসলি ১৮০৪ সাল নাগাদ ব্যারাকপুরে এই চিড়িয়াখানা তৈরি করেছিলেন। এটি বর্তমানে ব্যারাকপুর লাট ভবনের পাশে অবস্থিত ছিল।যেখানে প্রথম চিড়িয়াখানা তৈরি হয়েছিল, যেখানে প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল বলে মনে করা হয়।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)