Home Offbeat News মৃত সন্তানকে বারবার ডাকছে মা হাতি, হৃদয় বিদারক মুহূর্ত

মৃত সন্তানকে বারবার ডাকছে মা হাতি, হৃদয় বিদারক মুহূর্ত

কিন্তু মায়ের ডাকে সাড়া আর দেয়নি…।

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’! সন্তানের কল্যাণ, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কে প্রতিটা মায়ের এক চিরন্তনী ভাষ্য। কিন্তু যে মা হারিয়েছে তার একরত্তিকে? হাজার ডাকাডাকি করেও যে সন্তান যে তার মাকে আর সাড়া দিচ্ছে না…। আপ্রাণ চেষ্টা করেও যে সন্তান শুঁড় তুলে মাকে আর স্পর্শ করছে না…। সে যে চলে গিয়েছে তার মাকে ছেড়ে। আর কোনওদিন ফিরবে না।

Advertisements

এই কষ্টের ঘটনাটি অসমে। হৃদয়-বিদারক সত্যের সম্মুখীন এক অভাগী মা-হাতি। (Elephant) মানুষ হোক কী পশু-পাখি, মা তো মা-ই হয়। এক মানব মা যে কষ্ট পায়, এক পশু মা-ও ঠিক একই কষ্ট অনুভব করে।

   

ভিডিওটি শেয়ার করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ (Indian Forest Service officer Susanta Nanda)। ইতিমধ্যেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে যে একটি মা হাতি আপ্রাণ চেষ্টা করছে তার মৃত সন্তান কে জীবিত করার। টুইটারে অধিকাংশ নেটাগরিক ভারাক্রান্ত হয়ে পড়েছেন। উপচে পড়ছে তাদের কমেন্টস। মেনে নিতে পারছেন না কেউই এই নিয়তির খেলা।

জানা গিয়েছে বাচ্ছা হাতিটি তিনদিন আগে দলছুট হয়ে যায় এবং এরপর তার মৃত্যু হয়। কিন্তু মা হাতি সন্তানকে ফেলে যায়নি। ছোট্ট মৃত হাতিকে আরও ২ কিলোমিটার বয়ে নিয়ে গিয়েছে। ঝরণার জলে তার মৃত সন্তানকে রেখে বারবার ডাকাডাকি করেছে। মা হাতিকে চিৎকার করে কাঁদতেও শোনা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে। কিন্তু মায়ের ডাকে সাড়া আর দেয়নি…।

ভিডিয়ো দেখলে সকলের চোখে জল অবধারিত।

Advertisements