মন্দা ব্যবসায়, ৪৫ টাকা কেজি দরে বিকোচ্ছে টুরিস্ট বাস

ব্যবসায় ভাটা। বাসগুলো এখন প্রায় বোঝা। তাই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেরলের বাস মালিক রয়সন জোসেফ। ৪৫ টাকা কেজি দরে তিনি বিক্রি করতে চান বাসগুলোকে। জোসেফ…

ব্যবসায় ভাটা। বাসগুলো এখন প্রায় বোঝা। তাই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেরলের বাস মালিক রয়সন জোসেফ। ৪৫ টাকা কেজি দরে তিনি বিক্রি করতে চান বাসগুলোকে।

জোসেফ ‘ রয়সন ‘ কোম্পানির মালিক । লকডাউনের আগে ব্যবসা ভালই চলত। কিন্তু এখন প্রায় হাঁড়ির হল। জোসেফ জানিয়েছে, বিগত কয়েক মাসে তিনি বিক্রি করে দিয়েছেন ১০ টি বাস। আরও দশটি বাস রয়েছে। সেগুলোকেও বিক্রি করে দিতে চাইছেন। কেজি প্রতি ৪৫ টাকা দিলেই জোসেফ বাস বেচে দেবেন । পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বাস বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফেসবুকও।

বছরের এই সময়ে কেরলে ভ্রমণ প্রেমীদের ভিড় লেগে থাকত আগে। কিন্তু অতিমারির পর সে সব দিন অতীত হয়েছে। বাস চালকদের দাবি, লকডাউনের আগে কুন্নুরের দিয়ে রাস্তায় জ্যাম লেগে যেতো। আর এখন সব ফাঁকা।

একে তো আয় নেই তার ওপর ঘাড়ের ওপর চেপে রয়েছে লোনের বোঝা। কেরলের বাস মালিকদের অভিযোগ, কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছিল ঋণ মেটানোর সময় সীমা ব্যাংকগুলো যেন বাড়িয়ে দেয়। কিন্তু বাস্তবে তার উল্টো। ঋণ মেটাতে না পারলে বাস রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে। কর্মীদের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে কারণ আয় নেই। দিন শেষে যে টাকা আসে সেটা দিয়ে আর বাস চালানো সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন বাস মালিকরা।