Bizarre: ১৭ বছর ধরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কীভাবে বেঁচে আছেন এই ব্যক্তি?

একটি অদ্ভুত খবর সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ গত ১৭ বছর ধরে শুধু মাত্র ঠাণ্ডা পানীও খেয়েই বেঁচে রয়েছেন। কোনও খাবারের দানাও মুখে…

bad-effect-of-cold-drink girl

একটি অদ্ভুত খবর সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ গত ১৭ বছর ধরে শুধু মাত্র ঠাণ্ডা পানীও খেয়েই বেঁচে রয়েছেন। কোনও খাবারের দানাও মুখে দেননি তিনি এত বছর। অবাক হচ্ছেন? কীভাবে সম্ভব?

ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমনই এক ঘটনা প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনু্যায়ী, ইরানের এক ব্যক্তি ২০০৬ সাল থেকে খাবার ছেঁড়ে দিয়েছেন এবং শুধু মাত্র কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেঁচে আছেন।

গোলামরেজা আরদেশিরি, সেই ব্যক্তি, মাত্র ৮ ঘণ্টা ঘুমান। ১৭ বছর ধরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এমন হয়েছে যে এখন কোনও খাবার খেলে সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়।

এক-দু দিন খাবার না খেলে যেকোনও মানুষ দুর্বল অনুভব করেন। এক সপ্তাহের বেশি হলে মৃত্যুও ঘটতে পারে। তিনি জানিয়েছেন যে তিনি পেপসি বা সেভেনআপ পান করেছেন গত ১৭ বছর ধরে।

তাহলে গোলামরেজা আরদেশিরি খাবার না খেয়ে থাক্লেন কীভাবে? এর সঠিক উত্তর ডাক্তার বলতে পারবেন। তবে হয়ত কোল্ড ড্রিঙ্কে থাকা প্রচুর পরিমাণ চিনি এবং জলই তাকে বাঁচিয়ে রেখেছে।