অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ… লতার গানে অশ্রুসিক্ত হয়েছিল নেহরুর চোখ

লতা মঙ্গেশকরের কণ্ঠে “অ্যায় মেরে ওয়াতনকে লোগোঁ” একসময় চোখে জল এনেছিল ভারতবাসীর। তাঁর গলায় দেশপ্রেমের প্রতিফলন যেন আরও আবেগপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু খুব কম মানুষই…

লতা মঙ্গেশকরের কণ্ঠে “অ্যায় মেরে ওয়াতনকে লোগোঁ” একসময় চোখে জল এনেছিল ভারতবাসীর। তাঁর গলায় দেশপ্রেমের প্রতিফলন যেন আরও আবেগপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু খুব কম মানুষই জানে, তাঁর এই গানে অশ্রুসিক্ত হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর চোখও।

Advertisements

১৯৬৩ সালে একটি অনুষ্ঠানে “অ্যায় মেরে ওয়াতনকে লোগোঁ” গেয়েছলেন লতা মঙ্গেশকর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জওহরলাল নেহরু। পরে একটি অনুষ্ঠানে লতা মঙ্গেশকর বলছিলেন, সেদিনের সেই অনুষ্ঠানে দুটো গান শেষ হওয়ার পর স্টেজ থেকে নেমে এসেছিলেন তিনি। ব্যাকস্টেজে যখন তিনি এক কাপ কফি দিয়ে গলা ভেজাতে যাচ্ছেন তখন ডাক আসে তাঁর। মেহেবুব খান ডাকেন তাঁকে। তাঁর হাত ধরে বলেন, “চলো, পণ্ডিতজি ডাকছেন।” গোটা ঘটনায় বেশ অবাকই হয়েছিলেন লতা মঙ্গেশকর কিন্তু অবাক হওয়ার তখনও বাকি ছিল। জওহরলাল নেহরু তাঁকে বলেন, “খুব ভালো। আমার চোখে জল এসে গিয়েছে।”

বিজ্ঞাপন

করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। ৮ জানুয়ারি ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার হল তাঁর। প্রয়াত হন সুর সম্রাজ্ঞী। কিংবদন্তী গায়িকার প্রয়াণে আগামিকাল পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গে অর্ধদিবস ছুটি। দুদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে ভেঙে পড়েছে ভক্তকুল। লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, অনুপম খের, সঞ্জয় লীলা বনশালি সহ অনেকেই তাঁর প্রভু কুঞ্জের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। লতা মঙ্গেশকরের শেষকৃত্যের জন্য শিবাজি পার্ককে ফুল দিয়ে সাজানো হয়েছে। পার্কে উপস্থিত রয়েছে পুলিশ ও ভারতীয় নৌসেনা।