Weather: শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ

রবিবারেও জাঁকিয়ে শীত পরল বাংলায়। এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া জানিয়েছে, সোমবারও শীতের আমেজ থাকবে বঙ্গে। তবে মঙ্গলবার থেকে ফের পরিবর্তন হবে…

Winter Update of West Bengal

রবিবারেও জাঁকিয়ে শীত পরল বাংলায়। এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া জানিয়েছে, সোমবারও শীতের আমেজ থাকবে বঙ্গে। তবে মঙ্গলবার থেকে ফের পরিবর্তন হবে আবহাওয়া (Weather)। ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ।

এর পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝার জেরে ফের বৃষ্টি হতে পারে বঙ্গে। আর তারপরই বাংলা থেকে ধীরে ধীরে বিদায় নেবে ঠাণ্ডা। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

অন্যদিকে দেশের তিন রাজ্যে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে উত্তর প্রদেশ এবং আরও দুটি রাজ্যে শীতল দিন থেকে তীব্র ঠান্ডা দিনের পরিস্থিতি বিরাজ করতে পারে। তদুপরি, পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতের সংলগ্ন সমভূমিতে ৮ ফেব্রুয়ারি থেকে ৯ ও ১০ ফেব্রুয়ারি পূর্ব ভারতের কিছু অংশে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।