১২০ কোটি টাকার স্পেস স্যুট, জানেন কি আছে এর মধ্যে?

মহাকাশে যাওয়া মহাকাশচারীরা এক বিশেষ ধরনের পোশাক পরে থাকে যাকে বলা হয় স্পেসস্যুট। দেখতে সাধারণ হলেও এর দাম শুনে আপনার চক্ষু চড়কগাছ হবেই। ১৩০ কেজি…

মহাকাশে যাওয়া মহাকাশচারীরা এক বিশেষ ধরনের পোশাক পরে থাকে যাকে বলা হয় স্পেসস্যুট। দেখতে সাধারণ হলেও এর দাম শুনে আপনার চক্ষু চড়কগাছ হবেই। ১৩০ কেজি ওজনের পোশাকটির দাম ১২০ কোটি টাকার বেশি। এই পোশাকটি নির্মাণ করাও বেশ কষ্টসাধ্য এবং জটিল। এই পোশাকটি তৈরি হয় বিশেষ কারিগরি ও প্রযুক্তি দক্ষতায়। বর্তমান বিশ্বে অনেক টেক জায়েন্ট দেশ থাকলেও এই স্যুট নিয়ে গুটি কয়েক কোম্পানি ছাড়া আর কোনও কোম্পানি আগ্রহ দেখায়নি। এর প্রধান কারণ হচ্ছে প্রজেক্টটি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল।

এটা এতটাই জটিল যে বারবার চেষ্টা করো এই স্পেশাল বানাতে পারছে না নাসার মত বড় সংস্থা। তারা কাজ চালিয়ে যাচ্ছে পুরনো আমলের গুলো দিয়েই। তাই শঙ্কা দেখা দিয়েছে তাদের ভবিষ্যৎ মিশন নিয়ে। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মহাশূন্যে কেনও সবসময় স্পেসসুট পরে ঘুরতে হয়? আর কি করেই বা এই পোশাকটি তৈরি হয়? কেনওই বা এর দাম এত বেশি হয়?

স্পেসস্যুটের দাফতরিক নাম হচ্ছে, EMU। পৃথিবীর বাইরে মহাকাশচারীদের বেঁচে থাকতে সাহায্য করে এটি। তিনটি কাঠামোতে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ EMU। এগুলি হল কমিউনিকেশন ক্যারিয়ার অ্যাসেম্বলি, লিকুইড কুলিং ও ভেন্টিলেশনস গার্মেন্টস, ম্যাক্সিমাম অ্যবযোর্ভেন্স গার্মেন্টস। কমিউনিকেশন ক্যারিয়ার অ্যাসেম্বলির মূল কাজ, মহাকাশচারী ও পৃথিবীর মধ্যে যোগাযোগ রক্ষা করা। রেডিও ট্রান্সফারেশন ও রিসিভারের মাধ্যমে এই যোগাযোগটি হয়।

মহাকাশে কোনও অক্সিজেনের সরবরাহ নেই। তাপমাত্রা থাকে মানুষের প্রতিকূলে। লিকুইড কুলিং ও ভেন্টিলেশনস গার্মেন্ট মূলত মহাকাশচারীর দেহের তাপমাত্রা এবং অক্সিজেন সাপ্লাই নিয়ন্ত্রণে রাখে। অপরদিকে ম্যাক্সিমাম অ্যাবজরভেন্সি গার্মেন্টকে মহাকাশচারীর আন্ডারওয়ার বলা যেতে পারে।

এই অংশ দেহ থেকে নিঃসৃত তরল পদার্থ জমা রাখে। নির্দিষ্ট সময় পর পর সেটি বের করে নেওয়া হয়। স্পেসসুটের অতি দরকারি অংশ হল হেলমেট। দেখার সুবিধার জন্য সামনের অংশটি হয় একদম স্বচ্ছ। পলিকার্বনেটের তৈরি এই হেলমেট নেকসুটের মাধ্যমে দেহের সঙ্গে জুড়ে থাকে। এই সুটটি নিজেই একটি ছোট খাটো মহাকাশযান। অর্থাৎ এই পোশাক পরে মহাকাশচারীরা কিছু দূর এগোতে পারে মহাকাশে।

এছাড়াও আরো ১৮ টি সূক্ষ অংশ স্পেসসুটকে পরিপূর্ণতা দান করে। যা প্রতিকূল আবহাওয়া রোধে সহায়তা করে। যা অতি অত্যাধুনিক জিনিস দিয়ে তৈরি করা হয়। হলেই পোশাক তীব্র গরম থেকে শুরু করে তীব্র ঠান্ডায়ও নভোচারীকে রক্ষা করে।