Makar Sankranti: পিঠের বদলে মকর সংক্রান্তিতে এই গ্রাম মজে আলুর দমে, জেনে নিন কোথায় সেই স্থান

alu dum

আসছে মকর সংক্রান্তি (Makar Sankranti)। এই সময় মানেই পিঠে। কিন্তু হাওড়ার এক গ্রামে সংক্রান্তি মানেই আলুরদম। হ্যাঁ, এখানে হাজার হাজার মানুষ এই সময়ে ভিড় জমান আলুরদম খাবার জন্য।

Advertisements

এখানে নতুন আলুর দম কিলো দরে বিক্রি হয় কেউ বেচে ২০ কেউ ৩০ কেউ বা ৪০ টাকায়। মকর সংক্রান্তির দিন এই আলুর দমের মেলা বসে থাকে হাওড়া হুগলির কিছু গ্রামে। এই গ্রাম গুলিতে আলুর চাষ বেশি হয়ে থাকে। এখানকার গ্রামবাসীরা সকাল সকাল চলে আসেন রান্নার সরঞ্জাম নিয়ে, সেখানেই নদির ধারে আলুর দম রান্না হয়, আর সেই দম কেজি দরে কিনে শীতের দুপুরে নদীর ধারে রোদ্দুরে পিঠ সেকে মনের অনন্দে খান তারা। এ এক পিকনিক পিকনিক ব্যাপার।

Advertisements

প্রায় তিন পুরুষ বা ২০০ বছর ধরে চলে আসছে এই উৎসব। মেলায় আলুর দম ছাড়া খেলনা, মিষ্টি, ঘর সাজানোর জিনিস সব পাওয়া যায়। যদি একদিনের জন্য শহুরে কোলাহল ছেড়ে গ্রাম্য সরলতা উপভোগ করতে চান তাহলে মকর সংক্রান্তির দিন সকাল সকাল দামোদর নদীর ধারে জান্দা গ্রামের আলুর দমের মেলায় চলে আসুন।শীতের দূপুরে ভালোই লাগবে।