Home Business Donald Trumph: তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে আমেরিকায় রক্তগঙ্গা বইবে

Donald Trumph: তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে আমেরিকায় রক্তগঙ্গা বইবে

Donald Trumph

আসগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। উত্তেজনা তুঙ্গে। তবে এবার সব উত্তেজনাকে ছাড়িয়ে ট্রাম্পের হুমকি। ২০২০ সালের পুনরাবৃত্তি হতে চলেছে আবারও। ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রাট বনাম রিপাবলিকানদের লড়াই জমে উঠেছে। একের পর এক উপনির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জায়গা পাকা করে নিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কথা বুঝতে পেরেই হয়তো হুমকির পথ বেছে নিয়েছে ট্রাম্প। শনিবার এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, মেক্সিকোয় চিনের গাড়ি উৎপাদন এবং তা আমেরিকানদের কাছে বিক্রি করার পরিকল্পনাকেও সমালোচনা করে তিনি বলেন, “আমি যদি নির্বাচিত হই, তবে ওরা ওই গাড়ি বিক্রি করার সুযোগ পাবে না।”

Advertisements

এর পরেই আসে তার সেই ঐতিহাসিক হুমকি। শনিবার ওহাইয়োয় নির্বাচনী প্রচারে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকার ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে। যদি তিনি নির্বাচিত না হন, তবে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। ট্রাম্প বলেন, “৫ নভেম্বর তারিখটা মনে রাখুন। আমার বিশ্বাস, এই দিনটা আমাদের দেশের ইতিহাস হতে চলেছে।”
একইসঙ্গে জো বাইডেনকে আমেরিকার সবথেকে খারাপ প্রেসিডেন্ট অ্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “এবার আমি যদি নির্বাচিত না হই, তবে রক্তগঙ্গা বইবে। গোটা দেশে রক্তগঙ্গা বইবে।” তার থেকে নিস্তার নেই কারও।

   
Advertisements