HomeOffbeat NewsRichest Village: ভারতের সবথেকে ধনী গ্রাম কোন রাজ্যে অবস্থিত? জানতে পড়ুন বিস্তারিত

Richest Village: ভারতের সবথেকে ধনী গ্রাম কোন রাজ্যে অবস্থিত? জানতে পড়ুন বিস্তারিত

- Advertisement -

India’s Richest Village: ধনী গ্রাম, তা আবার হয় নাকি ? গ্রাম শব্দটা শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে দারিদ্রতার ছবি। অনেকে আবার মনে করেন গ্রাম মানেই সেখানে দরিদ্র মানুষের বাস। তবে আপনি কি জানেন, ভারতের এই গ্রাম হার মানাবে বহু সমৃদ্ধ শহরকে।

গ্রাম সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা সাধারণ ধারণা রয়েছে। গ্রাম মানেই সেখানে মাটির রাস্তাঘাট থাকবে, সেখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত হবেন এবং গ্রামে বসবাসকারী অধিকাংশ মানুষের অবস্থান দারিদ্র্য সীমার নিচে হবে। তবে দেশে এমন গ্রামও রয়েছে যেগুলি সমৃদ্ধতায় অনেক শহরকেই পিছনে ফেলে দেবে। আজ আপনাদের জানাবো ভারতের সবচেয়ে ধনী গ্রাম সম্পর্কে।

   

ভারতে গুজরাতের কচ্ছের মাধাপার হলো এমন একটি গ্রাম যা সমৃদ্ধির দিক থেকে অনেক এগিয়ে। এটি কচ্ছের জেলা সদর ভুজ থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত। মাধাপার গ্রাম কীভাবে সমৃদ্ধির স্বর্ণশিখর স্পর্শ করল, সেই রহস্য লুকিয়ে আছে গ্রামের লেউয়া পটেল সম্প্রদায়ের মধ্যে। এই প্রসঙ্গে মাধাপার গ্রামের লেউয়া পটেল সম্প্রদায়ের প্রধান এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়ন্ত ভাই মাধাপারিয়া জানিয়েছেন যে সম্প্রতি নয়, গ্রামের এই সমৃদ্ধি বিদ্যমান ১৯৩৪ সাল থেকেই। সেই সময় দূর দূর থেকে লোক আসতেন গ্রামের সদ্য তৈরি হওয়া বিদ্যালয় ভবনটি দেখতে। তবে ভূমিকম্পে সেটি ক্ষতিগ্রস্ত হলেও সেই সময়ে অধ্যয়নরত সব ছাত্রেরা মিলে নতুন করে তা গড়ে তোলেন।

জয়ন্ত ভাই মাধাপারিয়া জানান, অনেক আগে থেকেই গ্রামের লেউয়া পটেল সম্প্রদায়ের যুবকেরা বিদেশে উপার্জনের জন্য পাড়ি দিতেন। আমেরিকা, ইংল্যান্ড, আফ্রিকা, দুবাই, কানাডার মতো নানা দেশে তাঁরা ছড়িয়ে পড়েন জীবিকার খোঁজে। গ্রামের সমৃদ্ধির পিছনে তাদের অবদান অন্বেষকার্য। কারণ তাঁদেরই উপার্জিত অর্থে গত পাঁচ দশকে সমৃদ্ধ হয়েছে এই মাধাপারা গ্রাম। এই প্রসঙ্গে জয়ন্ত ভাই মাধাপারিয়া জানিয়েছেন যে এখন গ্রামের ব্যাঙ্কে সব মিলিয়ে ৫০০০ কোটি টাকা জমা রয়েছে। পূর্বেও জমা অর্থের পরিমাণ কম ছিল না। ১৯৭৫ সালে গ্রামের পোস্ট অফিসে জমা ছিল ৫০০ কোটি টাকারও বেশি। সেই সময় গ্রামের সবাই পোস্ট অফিসে টাকা রাখতেন, আর এখন তাদের অর্জিত টাকা তারা ব্যাংকে জমা করেন।

স্বাভাবিক ভাবেই মাধাপারা গ্রামের মানুষের আধুনিক জীবনের ভিত এখন মজবুত। বর্তমানে এক লক্ষ মানুষ বসবাস করেন এই গ্রামে, তাদের মধ্যে অধিকাংশই কৃষিকাজের সাথে যুক্ত। সব মিলিয়ে গ্রামটি এখন উন্নয়নের শিখরে। তাই এই গ্রাম ভারতের সবচেয়ে ধনী গ্রাম গুলির তালিকায় প্রথম।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular