Mobile Phone: ফোনের মধ্যে জল ঢুকে গিয়েছে! চিন্তা নেই মেনে চলুন সামান্য কিছু নিয়ম

বর্তমান সময়ের স্মার্টফোন (Mobile Phone) আমাদের জীবনের অবিচ্ছন্ন একটি অঙ্গ কারণ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারিনি। পড়াশোনা থেকে শুরু করে বিনোদন এমনকি অফিসে যাবতীয় কাজ মুহূর্তের মধ্যে স্মার্টফোনের মাধ্যমে করা সম্ভব তাছাড়া দূরের মানুষের সাথে কথা বলা এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের খুঁটিনাটি ঘটনা মুহূর্তের মধ্যে সামনে আসে স্মার্টফোনের সাহায্যে।

Water Damage to Your Mobile Phone? Follow These Rules for Quick Recovery!

বর্তমান সময়ের স্মার্টফোন (Mobile Phone) আমাদের জীবনের অবিচ্ছন্ন একটি অঙ্গ কারণ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারিনি। পড়াশোনা থেকে শুরু করে বিনোদন এমনকি অফিসে যাবতীয় কাজ মুহূর্তের মধ্যে স্মার্টফোনের মাধ্যমে করা সম্ভব তাছাড়া দূরের মানুষের সাথে কথা বলা এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের খুঁটিনাটি ঘটনা মুহূর্তের মধ্যে সামনে আসে স্মার্টফোনের সাহায্যে।

তাই স্মার্টফোন যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে গিয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে করো না পরিস্থিতি তাতে আরো মান্যতা দিয়েছে। বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম রয়েছে স্মার্টফোন যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম। যার ফলে সাধারণ মানুষ এখন সিনেমা হল না গিয়ে বাড়ি বসেই দেখতে পারেন বিভিন্ন ধরনের সিনেমা।

তবে অনেক ক্ষেত্রে দেখা যায় স্মার্টফোন জলে ভিজে গিয়েছে কিংবা অসাবধানতাবশত জলে পড়ে গিয়েছে। সেই সময় দোকানে নিয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না একই সাথে অনেক ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ছবি এবং নথি সবই স্মার্ট ফোন থেকে উড়ে যায় যার ফলে একটা সমস্যার মুখে পড়তে হয়। তবে কিছু নিয়ম মাথায় রাখলে আপনার স্মার্টফোন সহজে জলমুক্ত হতে পারে। প্রথমত বর্তমানে বিভিন্ন ধরনের এয়ারটাইট ফোনের কভার পাওয়া যায়।

বৃষ্টির সময় কিংবা জলাশয় ধারে কাছে গেলে সেই সমস্ত কভার ফোনে লাগিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যার ফলে আপনি জলে ভিজলেও আপনার ফোন কোনভাবেই জলে ভিজবে না। অন্যদিকে কোন কারণবশত স্মার্টফোন যদি ভিজেও যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্মার্টফোনের ভেতর থেকে সিম এবং মাইক্রো এসডি কার্ড বের করে নিন সম্ভব হলে ফোনের ব্যাটারিটিকেউ খুলে দিন যার ফলে শর্ট-সার্কিট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এরপরে একেবারে শুকনো জায়গায় ফোনটিকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। প্রয়োজনে আপনি তোয়ালে দিয়েও ফোনটিকে মুড়িয়ে রাখতে পারেন কারণ তোয়ালে ফোনের ভেতরে থাকা সমস্ত জলকে শুষে নেয়।