পর্যটনের উন্নয়নে কাশ্মীরের সীমান্ত গ্রামে ভারতীয় সেনার হাতে তৈরি ক্যাফে

চোখের সামনে হাব্বা খাতুনের বিশাল রেঞ্জ, সঙ্গে কাশ্মীরের (Kashmir) অপূর্ব ভিউ আর এক কাপ কফি। ছুটিটা জমে ক্ষীর…কী বলেন? কিন্তু কোথায় পাবেন এমন কম্বিনেশন, যেখানে…

Café Run By Indian Army In Border Village Of Kashmir Focuses On Tourism

চোখের সামনে হাব্বা খাতুনের বিশাল রেঞ্জ, সঙ্গে কাশ্মীরের (Kashmir) অপূর্ব ভিউ আর এক কাপ কফি। ছুটিটা জমে ক্ষীর…কী বলেন? কিন্তু কোথায় পাবেন এমন কম্বিনেশন, যেখানে পকেট বাঁচিয়ে মিলবে এমন এক সময় কাটানোর জায়গা।

অবশ্যই কাশ্মীরে। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার সীমান্ত এলাকা গুরেজ। সেই গুরেজের দাওয়ারের চলে যান ‘The Log Hut Café’-তে। কিন্তু ক্যাফে তো অনেকই আছে। বিশেষ করে এর নামটাই বা বলছি কেন? তার কারণ এই ক্যাফে তৈরি করেছে ভারতীয় সেনা। শ্রীনগর থেকে ১৩০ কিমি দূরে তৈরি করা হয়েছে ক্যাফে, যার মূল উদ্দেশ্যে গ্রামের পর্যটনকে চাঙ্গা করা, সঙ্গে স্থানীয় যুবকদের সামনে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।

Café Run By Indian Army In Border Village Of Kashmir Focuses On Tourism

ক্যাফের তত্ত্বাবধানে রয়েছেন এমন একজন সেনা কর্তা বলেন কফির কাপ হাতে স্থানীয়দের সঙ্গে যখন পর্যটক ও সেনাজওয়ানরা বসে কথা বলেন, দেশের নানা বিষয় নিয়ে আলোচনা করেন, তা এক আলাদা মাত্রা যোগ করে। উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক কফি দিবসে ক্যাফেটি খোলা হয়েছিল। গুরেজ সেক্টরের সীমান্ত রক্ষাকারী ভারতীয় সেনাবাহিনী এই ক্যাফে চালাচ্ছে।

জানা গিয়েছে এই ক্যাফের হাত ধরে পর্যটকরা ছুটে আসছেন গুরেজে। বাড়ছে পর্যটকদের সংখ্যা। এতে গুরেজে ক্রমশ গড়ে উঠছে হোটেল, হোমস্টে। বর্ডার টুরিজমকে প্রমোট করতে ভারতীয় সেনার এই উদ্যোগের প্রশংসা করছেন প্রত্যেকে। গত বছর যেখানে ১৫ হাজার টুরিস্ট এসেছিলেন, সেখানে এবছর এসেছেন ৫০ হাজার মানুষ।