
চলছে বিয়ের মরশুম। আগে যেখানে খুব সহজ ভাবে বিয়ে হত, সেখানে এখন বিয়ের ট্রেন্ড অনেকটাই বদলে গিয়েছে। এখন বিয়ের পরে ও আগে কনেরা ছবি তোলা ও ভিডিও বানানোর কোনো সুযোগই ছাড়ে না। তেমনই এক কনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ভাইরাল হচ্ছে।
ভাইরাল এই ভিডিওতে একটি সুন্দর লাল লেহেঙ্গা পরিহিত বিয়ের সাজে একটি মেয়েকে দেখা যাচ্ছে। সে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছে। সম্প্রতি একটি গান রিলিজ হয়েছে যার নাম ‘ম্যায় ইতনি সুন্দর হুঁ ম্যায় ক্যায়া কারুন’। মেয়েটি এই গানেই রিল বানিয়ে ভাইরাল হয়েছে।
যদিও ভিডিওটির পরের অংশ দেখে নেটিজেনরা হেঁসে লুটিয়ে পড়ছেন। এর পরে, কনের ভাইবোনরা তাকে একটি উত্তর দেয় যা তার মুখ বন্ধ করে দেয়।
ভাই-বোনরা কনেকে বলছেন- ‘তু ডুব কে মর যা রে’।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










