ডাউন সিনড্রোমকে সঙ্গে নিয়ে এভারেস্ট জয়ের স্বপ্ন খুদের

এবার ডাউন সিনড্রোমকে সঙ্গে নিয়ে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছে ইন্দোরের এক খুদে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গিয়েছে, ৭ বছরের ছেলে অবনীশকে নিয়ে মাউন্ট…

এবার ডাউন সিনড্রোমকে সঙ্গে নিয়ে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছে ইন্দোরের এক খুদে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গিয়েছে, ৭ বছরের ছেলে অবনীশকে নিয়ে মাউন্ট এভারেস্টে উঠতে চলেছেন ইন্দোরের বাসিন্দা আদিত্য তিওয়ারি। অবনীশের বয়স মাত্র ৭ বছর এবং ২০১৬ সালে আদিত্য তাকে দত্তক নিয়েছিলেন।

আদিত্য বলেছেন যে, ‘অবনীশ ২০১৬ সাল থেকে আমার সঙ্গে রয়েছে। আমি সচেতনতা ছড়িয়ে দিতে চাই যে এমনকি প্রতিবন্ধী অনাথ শিশুরাও এক ধরণের সাফল্য অর্জন করতে পারে। মাউন্ট এভারেস্টে ওঠার জন্য গত ৬ মাস ধরে প্রশিক্ষণে বিশেষ নজর দিচ্ছি। আমি চাই অবনীশকে সহানুভূতি বা অসহায়ত্বের মুখোমুখি না হতে হয়।’

উল্লেখ্য, শৈশব থেকেই অবনীশের ডাউন সিনড্রোম রয়েছে। এটি ‘trisomy 21’ নামেও পরিচিত। এটি একটি জিনগত ব্যাধি যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে প্রভাবিত করে। এই ব্যাধিটি প্রতি বছর জন্মের সময় প্রায় ৬,০০০ শিশুকে প্রভাবিত করে।