Snake: এক-দুই নয়, ১০টা অ্যানাকোন্ডা, এয়ারপোর্টে যাত্রীর লাগেজ খুলতেই চক্ষু ছানাবড়া!

এক নয়, দুই নয়। লাগেজের মধ্যে গুটিসুটি মেরে রয়েছে ১০টা অ্যানাকোন্ডা (Snake)। এয়ারপোর্টে যাত্রীর চেক-ইন লাগেজ খুলতেই চক্ষু ছানাবড়া শুল্ক বিভাগের আধিকারিকদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি…

Snake

এক নয়, দুই নয়। লাগেজের মধ্যে গুটিসুটি মেরে রয়েছে ১০টা অ্যানাকোন্ডা (Snake)। এয়ারপোর্টে যাত্রীর চেক-ইন লাগেজ খুলতেই চক্ষু ছানাবড়া শুল্ক বিভাগের আধিকারিকদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বেঙ্গালুরু শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি হলুদ রঙের অ্যানাকোন্ডা পাচারের চেষ্টার অভিযোগে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ওই যাত্রীর চেক-ইন ব্যাগেজে সাপগুলি লুকানো ছিল। তল্লাশির সময় সেগুলি দেখতে পান শুল্ক বিভাগের আধিকারিকরা। 

এক্স হ্যান্ডেলে করা পোস্টে বেঙ্গালুরু শুল্ক বিভাগ জানিয়েছে, আধিকারিকরা ব্যাংকক থেকে আসা এক যাত্রীকে প্রথমে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই যাত্রীকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। বন্যপ্রাণী পাচার বরদাস্ত করা হবে না হবে সাফ জানিয়ে দিয়েছে  শুল্ক বিভাগ।

হলুদ রংয়ের অ্যানাকোন্ডা মূলত নদীতে থাকে। নদী বা ওই জাতীয় জলাশয়ের কাছাকাছি এদের পাওয়া যায়। হলুদ অ্যানাকোন্ডা সাধারণত প্যারাগুয়ে, বলিভিয়া, ব্রাজিল, উত্তর-পূর্ব আর্জেন্টিনা এবং উত্তর উরুগুয়েতে পাওয়া যায়।

আইন অনুযায়ী, ভারতে বন্যপ্রাণী ব্যবসা ও পাচার অবৈধ। তাই ব্যাংকক থেকে আসা ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুল্ক বিভাগের অনুমান, সম্ভবত ধৃত ব্যক্তি সাপ পাচারের চেষ্টা করছিলেন। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

গত বছর বেঙ্গালুরু বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকরা একটি বাচ্চা ক্যাঙ্গারু-সহ ২৩৪টি বন্যপ্রাণী উদ্ধার করেছিলেন। এক যাত্রী ব্যাংকক থেকে সেগুলি পাচারের চেষ্টা করছিলেন। প্লাস্টিকের বাক্সে থাকা বাচ্চা ক্যাঙ্গারুটি দমবন্ধ হয়ে মারাও গিয়েছিল।

শুল্ক বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির লাগেজ তল্লাশি করে। ট্রলি থেকে অজগর, গিরগিটি, ইগুয়ানা, কচ্ছপ ও কুমির পাওয়া যায়। ওই ব্যক্তির লাগেজে পাওয়া কিছু প্রাণী কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জারড স্পিসিজ অব ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরার (সিআইটিইএস) অন্তর্গত।