বিগ বির মূর্তি নিজের বাড়ির সামনে বসালেন এক ভক্ত 

এবার ভক্ত নিজের অনুপ্রেরণার মূর্তি বসালেন বাড়ির সামনে। এমনই ঘটনা ঘটিয়েছেন একজন বিগ বীর ভক্ত। তার কাছে বিগ বি হলেন ভগবানের সমান। বিগ বি মানে অমিতাভ বচ্চন যিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। ভারত তথা গোটা বিশ্বের বহু মানুষ নিজেদের আইডল মনে করেন তাকে।

তার ভক্তরা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। তার এই অগুনতি ভক্তের মধ্যে দুজন হলেন প্রবাসী ভারতীয় গোপী সেট ও তার স্ত্রী রিঙ্কু শেঠ।এই দম্পতি মহা ধুমধাম করে প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে বিগ বির একটি মূর্তি কাঁচের বাক্স করে নিজেদের নতুন বাড়ির সামনে বসিয়েছেন। এরজন্য তারা ওইদিন প্রায় ৬০০ অমিতাভ ভক্তকে আমন্ত্রণ করেন । ঐদিন নাচ গান সহ এলাহী আয়োজন ছিল।

   

তাদের পরিবারের একটি টুইটার অ্যাকাউন্ট রয়েছে যার নাম ‘গোপী পরিবার’। সেইখান থেকেই ছবি টুইট করে তাঁরা লেখেন, ‘শনিবার ২৭ অগস্ট আমাদের এডিসন এনজে ইউএসএ-এর নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করলাম। মিঃ বচ্চনের অনেক ভক্তও মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন।’ তার পরিবারের সদস্যসহ সেখানে আমন্ত্রিত বহু মানুষ এই মূর্তির সাথে সেলফি তোলেন ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন