Ram Mandir: রাম মন্দির উদ্বোধনে বসছে চাঁদের হাট, বাদ মোদী ভক্ত কঙ্গনা

উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রী রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের প্রস্তুতি পুরোদমে চলছে। সবাই ২২ জানুয়ারী ২০২৪ এর জন্য অপেক্ষা করছে।এদিন প্রথমবার রাম মন্দির দেখার সুযোগ পাবেন…

উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রী রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের প্রস্তুতি পুরোদমে চলছে। সবাই ২২ জানুয়ারী ২০২৪ এর জন্য অপেক্ষা করছে।এদিন প্রথমবার রাম মন্দির দেখার সুযোগ পাবেন দেশবাসী। এদিন সমস্ত ধর্মীয় রীতি মেনে ধুমধামের সঙ্গে উদ্বোধন হবে রাম মন্দিরের। বিশেষ এই দিনটিকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা থেকে শুরু করে ধর্মীয় কাজে নজর দেওয়া হচ্ছে। বড় বড় রাজনীতিবিদদের পাশাপাশি বলিউডের তারকারাও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ২২ জানুয়ারি বলিউড তারকাদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বলিউড ইন্ডাস্ট্রি ও দক্ষিণী সিনেমার অনেক বড় বড় তারকা এই বিশেষ দিনে অংশ নেবেন। প্রথম যে তালিকা সামনে এসেছে তাতে মাত্র ৫ জন বলিউড তারকার নাম রয়েছে। তবে এখন জানা যাচ্ছে দক্ষিণ ও বলিউড থেকে মোট ১৮ জন সেলিব্রিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।তবে এই তালিকায় কঙ্গনা রানাওয়াতের নাম নেই।

সূত্রের খবর, এই তালিকায় রয়েছে সুপারস্টার অমিতাভ বচ্চনের নাম। তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাধুরী দীক্ষিতকেও বেছে নেওয়া হয়েছে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড মেগাস্টার অক্ষয় কুমার। ‘পদ্মাবত’ এবং ‘হাম দিল দে চুকে সনম’-এর মতো ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালিও রাম মন্দিরের উদ্বোধনের শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন।

শাহরুখ খানের আসন্ন ছবি ‘ডাঙ্কি’র পরিচালক রাজকুমার হিরানিকে এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রোহিত শেঠি ছাড়াও তামিল সুপারস্টার রজনীকান্তকেও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, ” সুপারস্টার রজনীকান্ত, চিরঞ্জীবী, মোহনলাল, ধানুশ এবং কান্তারা তারকা ঋষভ শেঠিকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। প্রযোজক মহাবীর জৈনও আমন্ত্রণ পেয়েছেন।” আশা করা হচ্ছে এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে মন্দিরের শহরে সকল তারকাই যাবেন।

অতিথিদের তালিকায় রয়েছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি ও রতন টাটা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক কার্যক্রমের সময় ব্যক্তিগতভাবে মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।