Parliament Security: সংসদে হামলাকারীদের পাস দেওয়া বিজেপি সাংসদের জেরা

সংসদে স্মোক বম্ব হামলাকারীরা বিজেপি সাংসদের পাস নিয়ে ভিতরে ঢুকেছিল। তাদের পরিপূর্ণ তল্লাশি না করায় ৮ রক্ষীকে আগেই সাসপেন্ড করা হয়েছে। তবে বিতর্ক দানা বাদে…

Pratap simha

সংসদে স্মোক বম্ব হামলাকারীরা বিজেপি সাংসদের পাস নিয়ে ভিতরে ঢুকেছিল। তাদের পরিপূর্ণ তল্লাশি না করায় ৮ রক্ষীকে আগেই সাসপেন্ড করা হয়েছে। তবে বিতর্ক দানা বাদে বিজেপি সাংসদকে ঘিরে। এবার খোদ সাংসদকেই জেরা করা হবে। মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে নিয়ে তীব্র বিব্রত বিজেপি। তিনিই পাস দিয়েছিলেন।

তবে জেরার আগেই সাফাই দিতে শুরু করেছেন বিজেপির সাংসদ। তিনি বলেন, হামলাকারীদের একজন সাগরের বাবা শঙ্করলাল শর্মা আমার পরিচিত মহীশূরেই তিনি থাকেন। শঙ্করই বার বার অনুরোধ করেছিলেন, তাঁর পুত্র সাগরকে নতুন সংসদ ভবনটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে সেই ‘পাস’ জোগাড় করার জন্য প্রতাপের দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন শঙ্কর। স্পিকারের কাছে বিজেপি সাংসদ জানিয়েছেন, অনুপ্রবেশকারী সাগরের বিষয়ে এর চেয়ে বেশি কিছু তথ্য তাঁর কাছে নেই।

সংসদের অধিবেশন কক্ষে দর্শক হিসেবে প্রবেশের জন্য এতদিন যে কোনও সাংসদের অনুমতি পত্র নিতে হতো। ওই পাস নিয়েই ভগত সিং ফ্যান ক্নাব গোষ্ঠির দুই সদস্য লোকসভা অধিবেশনের সময় দর্শক গ্যালারিতে গেছিলেন। অধিবেশনের সময় দুজনই দর্শক আসন থেকে ঝাঁপিয়ে মূল অধিবেশন কক্ষে স্মোক বম্ব চার্জ করে তানাশাহি নেহি চলেগি (স্বৈরতন্ত্র চলবে না) বলে মোট সরকারকে হুঁশিয়ারি দেন। তাদের পাস দিয়েই চরম বিপাকে বিজেপির সাংসদ প্রতাপ সিমহা।

সাগর শর্মা এবং মনোরঞ্জন সংসদ অধিবেশনে প্রবেশ করেছিল। আর নীলম আজাদ এবং অমল শিন্ডে যারা সংসদের বাইরে স্লোগান দিচ্ছিল। তারা বেকারত্ব, কৃষকদের দাবি, এবং মণিপুরে জাতিগত সংঘর্ষের বিষয়গুলি তুলে প্রতিবাদ জানিয়েছিল। এদের মূল মাথা ললিত ঝা ছিল বাইরে। তার মোবাইল থেকে ছবি প্রথম শেয়ার হয়। এই ঘটনার সাথে জড়িত ছিল সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়েছে। তবে সাংসদ প্রতাপ সিমহা অবশ্য এখনও কোনও পদক্ষেপের মুখোমুখি হননি। এবার তাকে জেরা করা হবে। কারণ, এই স্নোক বম্ব হামলা প্রমাণ করেছে নতুন সংসদের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদীর দাবি করা কঠোর নিরাপত্তা বলয়ে ত্রুটি ছিল।

বুধবার অধিবেশনে স্নোক বম্ব হামলার পর বিএসপি সাংসদ দানিশ আলি সর্বপ্রথম বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ইস্যু করা পাস প্রসঙ্গ এনেছিলেন।তিনি বলেছিলেন, নিরাপত্তা কর্মীরাষ্ট্র সাগর শর্মাকে আটক করার সময় তিনি সাগরের কাছে একটি পাস দেখেন যেখানে প্রতাপ সিমহার অনুমোদনের স্বাক্ষর রয়েছে। পরে দানিশ আলি সেই পাসের একটি ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন।