কেশবিহীন কন্যার ঝলক! বাংলাদেশি মৌসুমী ভাঙছেন গোঁড়ামি

মৌসুমী হুদা (Mousumi Huda) একজন গৃহিণী, মডেল, পাশাপাশি তিনি চাকরি করেন। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন টাইফয়েডে তার সব চুল ঝরে যায়‌। যখন তিনি কলেজে ভর্তি হন…

bengli-model

মৌসুমী হুদা (Mousumi Huda) একজন গৃহিণী, মডেল, পাশাপাশি তিনি চাকরি করেন। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন টাইফয়েডে তার সব চুল ঝরে যায়‌। যখন তিনি কলেজে ভর্তি হন সবাই নানরকম কথা বলতে থাকে। “মেয়ে বড়ো হয়েছে এত রকম সমস্যা বিয়ে দিয়ে দিন।” পথ চলতি অনেকেই তাকে দেখে হাসত। চাকরিজীবী হওয়া সত্ত্বেও ডিপ্রেশনে চলে যান তিনি। স্বাভাবিক তার মা বাবা ও কষ্ট পেত। হঠাৎ করে সবার চক্ষুশূল হয়ে গেছিলেন। এখন তিনি চমকে দিচ্ছেন।

বাঙালি তথা বাংলাদেশি মৌসুমী হুদার ফ্যাশন শো বড় বড় সংস্থার নজর কাড়ছে। তবে এর জন্য মৌসুমীকে সামাজিক গোঁড়ামির সাথে লড়াই করতে হয়েছে। গোঁড়ামি ভেঙে তিনি এখন মডেল তারকা। 

কেশবিহীন কন্যা। মানসিক চাপ থেকে বাঁচতে ২০১৫ সালে রাজশাহী থেকে ঢাকায় চলে আসেন মৌসুমী। ভর্তি হন মডেলিং ক্লাসে। তাও তিনি নেতিবাচক চিন্তা ভাবনা করতে থাকতেন। বেশিরভাই চুলের ফ্যাশন ছিল, এই নিয়ে কষ্ট হত মৌসুমীর। প্রথম এক থেকে দেড় বছর ব়্যাম্পে পরচুল পরে হাঁটতেন। মৌসুমী জানিয়েছেন তখন খুব কম কাজ পেতাম। প্রথমে আমায় কাজ দিত না‌ চুলের জন‌্য। এখন সবাই বলে পরচুল ছাড়াই কাজ করতে হবে।

২০১৬ সালে শেষের দিকে প্রথম পরচুল ছাড়া ব়্যাম্পে হাঁটেন মৌসুমী। ভয়ে তার জ্বর এসে গেছিল। প্রায় ১০৩ জ্বর নিয়ে তিনি স্টেজে হাঁটেন। মাথায় ট্যাটু করে দেওয়া হয়েছিল। অনেকে উৎসাহ দেওয়ায় উৎসাহী হয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ১০০ এর বেশি রম্পে হেঁটেছেন মৌসুমী।‌ তাঁর ঝলকে মাতোয়ারা ফ্যাশন দুনিয়া। কেশ বিহীন কন্যা এখন ফ্যাশন দুনিয়ার তারা।