৭৭টি ক্যমেরায় তোলা সাইকেল স্টান্ট দেখে চমক নেটপাড়ায়

ক্যামেরার কারসাজি নাকি রুদ্ধস্বাস সাইকেল স্টান্ট? অদ্ভুত এক ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি, টিম হোফেল নামক এক বিশেষজ্ঞ BMX রাইডার, একটি ভিডিয়ো শেয়ার…

ক্যামেরার কারসাজি নাকি রুদ্ধস্বাস সাইকেল স্টান্ট? অদ্ভুত এক ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

সম্প্রতি, টিম হোফেল নামক এক বিশেষজ্ঞ BMX রাইডার, একটি ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োর বিশেষত্ব এটাই যে সেটি ৭৭ টি ক্যমেরার মাধ্যমে তোলা হয়েছে। ৭৭ টি ক্যমেরা একই সঙ্গে কাজ করে একটি অসামান্য ছবি উপহার দিয়েছে।

টিম হোফেল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন। “সেই দিন, যখন ৭৭ টি ক্যামেরা আমার একটি শট তোলে একই সময়।“

ভিডিওটি এই মুহূর্তে রীতিমত ভাইরাল। প্রতিবেদনটি লেখার সময় ইনস্টাগ্রামের এই ভিডিয়োতে ১ মিলিয়নের ওপর লাইক এবং ১ মিলিয়নের ওপর ভিউস। নেট মাধ্যমে সকলেই ভিডিয়োর সৃজনশীলতা নিয়ে আলোচনা করছেন। প্রচুর নেট নাগরিক ভিডিয়োর পদ্ধতি নিয়ে জানতে চেয়েছেন। তবে যেমন ভিডিয়োটি প্রশংসা কুড়িয়েছে, তেমনই অনেক বিরুপ মন্তব্যও পেয়েছে।

বাইসাইকেল মোটোক্রস বা বিএমএস এক ধরণের সাইক্লিং কার্যকলাপ। এই ক্ষেত্রে কোন বিশেষজ্ঞ বিএমএস বাইকে চড়ে রাস্তায় বা অন্য কোথাও এই খেলা দেখান বিনোদনের জন্য। ভিডিয়োটি অধিকাংশ মানুষকেই মুগ্ধ করেছে।