বুধবারই কেন হয় সর্বশোকহন্তা গণেশের পুজো? কীভাবে করবেন গণপতিকে তুষ্ট?

গণেশ বা গণপতি, হিন্দুধর্মে সব দেবতার আগে পুজো পান তিনি। শাস্ত্র মতে গণেশ হলেন ‘অগ্রপূজ্য’। পুরাণ অনুসারে, শিব ও পার্বতীর সন্তান গণেশ বুদ্ধিমত্তার প্রতীক। সিদ্ধিদাতা…

why ganpati is worshiped on wednesday , বুধবারই কেন হয় গণেশের পুজো?

গণেশ বা গণপতি, হিন্দুধর্মে সব দেবতার আগে পুজো পান তিনি। শাস্ত্র মতে গণেশ হলেন ‘অগ্রপূজ্য’। পুরাণ অনুসারে, শিব ও পার্বতীর সন্তান গণেশ বুদ্ধিমত্তার প্রতীক। সিদ্ধিদাতা গণেশ সঙ্কটমোচন, সর্বশোকহন্তা।

হিন্দুধর্ম অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে বুধবার হল গণপতির দিন। তাই বুধবার গণেশের আরাধনা করেন ভক্তরা। সপ্তাহের তৃতীয় দিন বুধবার। এ দিন ভক্তি সহকারে গণপতির আরাধনা করলে নাকি তিনি ভক্তের মনের সব ইচ্ছে পূরণ করেন।

   

কেন বুধবারই গণেশ পুজো?

পুরাণ অনুসারে দেবী পার্বতীর শরীর থেকে যখণ গণেশের জন্ম হয়, তখন বুধদেব কৈলাশ পর্বতে উপস্থিত ছিলেন। জন্মের সময় বুধের উপস্থিতির কারণে এই দিনটি গণপতির বিশেষ প্রিয়। তাই বুধবারে গণেশ পুজোর প্রথা প্রচলিত হয়।

কেন গণেশ ‘অগ্রপূজ্য’?

অন্য একটি প্রচলিত বিশ্বাস অনুসারে, যখন মহাদেব ত্রিপুরাসুরকে বধ করতে ব্যর্থ হন, তখন তিনি বসে একমনে নিজের ব্যর্থতার কারণ অনুসন্ধান করছিলেন। কোথায় তাঁর ত্রুটি , কেন তিনি ওই অশুরকে বধ করতে পারলেন না, তা একমনে চিন্তা করতে থাকেন মহাদেব। তখন তিনি বুঝতে পারেন যে ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ শুরু করার আগে তিনি গণেশের পুজো করেননি। তারপর তিনি নিজের সন্তানকে ফুল, মালা ও লাড্ডু দিয়ে পুজো করেন। এরপর মহাদেবের সঙ্গে যুদ্ধে পরাজিত হয় ত্রিপুরাসুর। যে কোনও শুভ কাজের আগে গণেশ পুজোর প্রথা এর থেকেই শুরু হয়।

Shiv Puja: বেল পাতা দিয়েই হয় ভগবান শিবের উপাসনা, কেন?

কী ভাবে বুধবার গণপতিকে তুষ্ট করবেন?

– বুধবার গণেশের সঙ্গে বুধ দেবতারও পুজো করুন। এর ফলে গণপতিও প্রসন্ন হবেন এবং আপনি বুধের শুভ দৃষ্টিও লাভ করবেন।
– বুধবার গণেশ পুজো করার সময় তাঁর প্রিয় মিষ্টি মোদক নিবেদন করলে ভাল। এর ফলে বুধ গ্রহের অশুভ প্রভাব কেটে যায়। তার সঙ্গী শমী পাতা নিবেদন করলে আপনার বুদ্ধি ও মনঃসংযোগ ক্ষমতা বাড়বে।
– বুধবার গণপতির আরাধনার শেষে মুখে একটু মৌরি অবশ্যই দেবেন। এতে আপনি নিজের কাজে সাফল্য লাভ করবেন।
– অবিবাহিতরা গণেশের পুজোয় হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। এতে তাঁদের বিয়ের বাধা দূর হবে।