Dhanteras: শুধু ধাতব দ্রব্যই কেন কেনা হয়? জানুন আসল কারণ

সামনেই আসছে দীপাবলি। আর দীপাবলির আগেই ভারতীয়দের জীবনে আর একটি উৎসব পালন করা হয়ে থাকে তাহলে ধনতেরাস (Dhanteras)। মূলত এই দিনটিতে মানুষ সোনা রুপা কিংবা…

Dhanteras

সামনেই আসছে দীপাবলি। আর দীপাবলির আগেই ভারতীয়দের জীবনে আর একটি উৎসব পালন করা হয়ে থাকে তাহলে ধনতেরাস (Dhanteras)। মূলত এই দিনটিতে মানুষ সোনা রুপা কিংবা বিভিন্ন ধাতব দ্রব্যের জিনিস কিনে থাকে।

অনেকে আবার বাসনও কিনে থাকেন এই দিনটিতে। কিন্তু জানতে বড় আগ্রহ হয়, এই দিনটিতে মানুষ কেন মূলত সোনা-রুপা উপর কিংবা ধাতব দ্রব্যের জিনিসই কিনে থাকে। এই সংস্কারের আসল রহস্য হল, ধনতেরাস এর দিন কোন বস্তু কিনলে তা সহজে নষ্ট হয় না বরং ১৩ গুণ বৃদ্ধি পায়।

প্রসঙ্গত বলা যেতে পারে, এই জন্য এই দিনটি ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী দিন হিসেবে পালন করা হয়ে থাকে। এই কারণে মানুষ ধনতেরাসের দিন সোনা-রুপা-তামা-পিতল এমনকি কোনো কোনো মানুষ স্টিলের জিনিসও কিনে থাকেন। ধনতেরাসের দিন প্রধানত ধন্বন্তরি দেবীর পূজা করা হয়। এই দিন মা লক্ষ্মী ও সম্পত্তি দেবতা কুবেরেরও পুজো করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন বাসন কেনার পরম্পরা কিভাবে শুরু হয়েছিল?

 কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ভগবান ধন্বন্তরি কলসি রূপে প্রকট হয়েছিলেন ধরাধামে । আর সেই তিথি থেকেই বাসন কেনার নিয়ম শুরু হয়। মনে করা হয় ধনতেরাসের দিন আপনি যা কিনবেন তার গুনাগুন ১৩ গুণ বৃদ্ধি পাবে।

মৎস্য পুরাণ অনুযায়ী লক্ষ্মীর প্রতিকী হিসেবে ঝাড়ুকে মনে করা হয়। আবার অন্য মতানুযায়ী ঝাড়ু সুখ-শান্তি বৃদ্ধি করে এবং দুষ্টের সর্বনাশ করে। ঝাড়ু যেহেতু লক্ষ্মীর স্বরূপ সেই জন্য মনে করা হয় ঝাড়ু দ্বারা দারিদ্রতাও দূর হয়।

 ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে আর ধাতব দ্রব্য কেনার জন্য কী শুধু লক্ষী কুবেরের আরাধনা করা উপলক্ষ মাত্র! নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনো গল্প।