Vastu Tips: কেন তিনবারের বেশি শঙ্খ বাজাতে নেই? এতে কী অমঙ্গল হতে পারে জানুন

Vastu Tips: শঙ্খ এমন একটি জিনিষ যা ছাড়া হিন্দু ধর্মে কোনো পুজো সম্পন্ন হতে পারে না। সেই আদি যুগ থেকেই চলে আসছে একই নিয়ম।

blow the conch

short-samachar

Vastu Tips: শঙ্খ এমন একটি জিনিষ যা ছাড়া হিন্দু ধর্মে কোনো পুজো সম্পন্ন হতে পারে না। সেই আদি যুগ থেকেই চলে আসছে একই নিয়ম। শুধু বিশেষ ক্ষেত্রে নয়, বরং হিন্দু গৃহস্থের বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যে নিয়ম করে শঙ্খ ধ্বনি দেওয়ার চল রয়েছে। কিন্তু এর পেছনে কি কারণ সেটা অনেকেই হয়তো জানেন না।

   

তাহলে বলি, হিন্দু ধর্ম মতে শুভ শক্তির আবাহন এবং অশুভ শক্তিকে বিদায় জানাতে এই রীতি। অন্য দিকে বাড়িতে ঘিয়ের প্রদীপ দেওয়ার পেছনেও রয়েছে এক কাহিনী। যদিও বিজ্ঞানের যুক্তি বাড়িতে ঘিয়ের প্রদীপ দিলে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়।

কিন্তু জানেন কি, শঙ্খ ঠিক কিভাবে রাখতে হয়। অনেকেই হয়তো জানেন না, প্রতিদিন ব্যবহারের পরে তা ধুয়ে হলুদ কাপড়ে জড়িয়ে রাখতে হবে। তাহলে বাড়িতে প্রবেশ করে শান্তি, আবার একই বাড়িতে একসাথে বেশি শঙ্খ কোনো ভাবেই রাখবেন না। আর রাখলেও পুজোর স্থানে একটি ছাড়া দুটি রাখবেন না। মনে রাখবেন শঙ্খকে মহাদেবের মাথার ওপরে রাখলে আপনার বাড়িতে নেমে আসতে পারে অশান্তি।

বাস্তু মতে, প্রতি সপ্তাহে যদি সোমবার শঙ্খকে পুজো করা যায় তাহলে বাড়িতে কোনো দিন অর্থের অভাব হয় না। শুধু তাই নয়, শঙ্খ বাজানোর সময় ভুলেও তিনবারের বেশি বাজাবেন না। তাহলে বাড়ির অমঙ্গল অবশ্যম্ভাবী।