Tuesday, October 14, 2025
HomeLifestyleতামার এক ঘটি জলই বদলে দেবে আপনার ভাগ্য, শুধু মানতে হবে সঠিক...

তামার এক ঘটি জলই বদলে দেবে আপনার ভাগ্য, শুধু মানতে হবে সঠিক নিয়ম

সকল মানুষই প্রতিদিন নানা ধরনের কাজ করেন অর্থ উপার্জনের জন্য৷ অনেক সময়ে দেখা গিয়েছে কাজ করে যাচ্ছেন কিন্তু অর্থ সঞ্চয় করে রাখতে পারছেন না৷ শাস্ত্রমতে,আমরা যতই চেষ্টা করি না কেন ভাগ্য অনেক সময়ে আমাদের সঙ্গ দেয় না৷ সেই কারণেই এই সমস্যা দেখা যায়৷ আর এই সমস্যা যদি প্রতিনিয়ত হয়ে চলে তাহলে একটা সময়ে গিয়ে আমরা সকলেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি। জ্যোতিষশাস্ত্রমতে, জন্মকুণ্ডলিতে যদি গ্রহদোষ থাকে তাহলে এই ধরনের সমস্যা দেখা যায়৷ তবে চিন্তার কিছু নেই এই সমস্ত কিছু থেকে মুক্তি মিলতে এই কয়েকটি টোটকা মানলেই৷ (Good Luck Tips) চলবে৷ 

Advertisements

সামান্য এক ঘটি জল ব্যবহার করে আমরা আমাদের নানা সমস্যার সমাধান করে ফেলতে পারি।

Advertisements

দেখে নেওয়া যাক কোন প্রক্রিয়ায় এক ঘটি জল ব্যবহার করতে হবে—

১) শাস্ত্রমতে, সকালবেলা স্নান সেরে সূর্যদেবের প্রণামের রয়েছে আলাদাই গুরুত্ব৷ তাই প্রতিদিন একটি তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ঢেলে দিন৷ দেখবেন বহু বাধাই দূর হয়ে যাবে৷

২) আপনার যদি কোনও কাজ বহুদিন ধরে আটকে থাকে তাহলে প্রতিদিন সকালে এক ঘটি করে জল নিয়ে সামনে যদি কোনও বটগাছ থাকে তাহলে সেই বটগাছের উপরে ঢালুন৷ আপনার দূীর্ঘদিনেরক কোনও কাজ আটকে থাকলে সেই সমস্যা দূর হয়ে যাবে৷

৩) প্রতি দিন তামার ঘটির জল শিবলিঙ্গে অর্পণ করলে আপনার জীবনের সমস্ত মনস্কামনা পূরণ হবে৷

৪) যদি আপনার সংসারে কোনও বাস্তুদো৷ষ থাকে তাহলে সকালবেলা তামার ঘটিতে জল নিয়ে বাড়ির চারিপাশে ছড়িয়ে দিন তাহলেই মিটবে সমস্যা

Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments