HomeMythologyসপ্তাহে এই নির্দিষ্ট দিনে এ কাজটি করুন! তুষ্ট হবেন শনিদেব, কাটবে সব...

সপ্তাহে এই নির্দিষ্ট দিনে এ কাজটি করুন! তুষ্ট হবেন শনিদেব, কাটবে সব বাধা

- Advertisement -

শনিবার শনিদেবের দিন, হিন্দু শাস্ত্রমতে এমনই ধরা হয়ে থাকে। শনিদেব কারও উপর রুষ্ট হলে তাঁর জীবনে ভোগান্তির শেষ থাকে না। জীবন প্রায় শেষ! অন্যদিকে, শনি তুষ্ট হলে জীবন মসৃণ। মিটে যায় সব অভাব-অনটন। কেটে যায় সব বাঁধা। জ্যোতিষশাস্ত্রমতে, সপ্তাহের এই দিনটায় যদি একটা কালো কুকুরকে খাওয়ানো যায়, তবে জীবনের সব বাঁধা কেটে যায়।

শনিদেবের বাহন হল কালো কুকুর। বলা হয়, শনিকে তুষ্ট করতে শনিবার কালো কুকুরকে ঘি-মাখানো রুটি খাওয়ানো উচিত। কয়েকদিনের মধ্যেই ফল পেতে পারেন হাতেনাতে। জ্যোতিষশাস্ত্র মতে, শনিবার যদি কোনও কালো কুকুরের দিকে তাকান, তবে রাহু কেতুর কু-দশা কেটে যেতে পারে। চমকে দিয়ে থমকে থাকা সব কাজ ফের শুরু হতে পারে।

   

শনিবার যদি সর্ষের তেল দিয়ে বানানো কোনও খাবার কালো কুকুরকে খাওয়ান, তবে রাহু-কেতুর কু-দৃষ্টি কেটে যাবে বলে বিশ্বাস করা হয়।

[Hindu Worship: কোন বারে কোন দেব-দেবী পুজো পেলে বেজায় তুষ্ট, নাগালে আশীর্বাদ?]

[শনিদেবের অত্যন্ত পছন্দের রং কালো, কেন?]

জ্যোতিষশাস্ত্র মতে, শনিদেব ছাড়াও কালো কুকুর কালভৈরবের-ও বাহন। জ্যতিষশাস্ত্র মতে, তাই কালো কুকুরকে খাওয়ালে দুর্ঘটনার ঝুঁকিও এড়ানো সম্ভব। এছাড়াও বিশ্বাস করা হয় যে, শনিবার যিনি কালো কুকুরকে খাওয়ান বাজারে তাঁর কোনও দেনা থাকে না। সাফল্যের চূড়ায় উঠতে পারেন তিনি। জীবনের সব নেতিবাচক শক্তির পরাজয় হবে। কালসর্প দোষের প্রভাবও কমবে।

জেনে নিন শনিবারে শনিকে খুশি করার সহজ ১০ উপায়…

– শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন ও সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় কয়েক দানা তিল দিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
– শনিবারে শনি দেবতার মন্ত্র জপ করলে সাড়ে সাতি দশার সংকট থেকে মুক্তি পাওয়া যায়।
– শনিবারে অবশ্যই শনি চালিশা পাঠ করুন।
– শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমান জির পুজো করাও শুভ। শাস্ত্রের বলে, বজরংবলীর ভক্তদের কখনও কষ্ট দেন না শনি। মেলে শনির দশা থেকে মুক্তি।
– শনিকে তুষ্ট করতে প্রতি শনিবার সুন্দরখণ্ড পাঠ করুন।
– শনিবার কালো ডাল, কালো ছাতা, কালো জুতো, কালো চটি, কালো কম্বল দান করুন।
– শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ান। এর ফলে অবশ্যই তুষ্ট হবেন শনি দেব।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular