রাস্তা পেরলেই তোমার বাড়ি
রাস্তা পেরলেই তোমার বাড়িটা চকচক করে
দু’পা হাঁটলেই গেটের সামনে পৌঁছে যাওয়া যাবে
অথচ নড়বড়ে মন নিয়ে এগতে পারি না
একঝাঁক মেঘ নিয়ে ধবধবে বক উড়ে যায়
আমাকে পাশকাটিয়ে তোমার ছাদে গিয়ে বসে
তোমার ছাদে ওড়ে রঙে মাখা প্রজাতির দল
ছুটে গিয়ে মুঠো মুঠো ভরে নেব বুকের পকেটে
ভেঙে যাওয়া মন নিয়ে এগনোর সাহস করি না
এক বুক বৃষ্টি
রাত বারে বৃষ্টি বারে
পুকুর যুবতী হয়
পাকা কাঁঠালের মত
কানা গলি ঘাপটি মেরে থাকে
রামধনু ফোটে,
দেখা যায় না তো!
পারা জুড়ে চুপ ছবি
মা-বাবা-রা টুরে যাওয়া পাখি
বুক ভরা ছুটন্ত ব্যাধ
তীর বিদ্ধ
মরে বেঁচে আছি
বেঁচে আছি অজুহাতে শুধু
গুরু ঠাকুর
এ কেমন নদী?
তুমি ছিলে বলে পার হয়ে যাব
এ আমার বিপুল জলধি..