Weather Update: মেঘলা আকাশ, দক্ষিণে ফের বৃষ্টির সম্ভাবনা

News Desk: ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই আকাশ মেঘলা। উধাও শীত। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার রাত থেকেই বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি…

kolkata

News Desk: ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই আকাশ মেঘলা। উধাও শীত। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার রাত থেকেই বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বৃষ্টির সম্ভাবনা হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

হাওয়া অফিস জানাচ্ছে মেঘলা আকাশে বাড়বে রাতের তাপমাত্রা। তবে বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। আগামী সপ্তাহের শেষে থিতু হতে পারে শীত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কেন এই পরিস্হিতি? আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ আছে। এটি এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর জেরে ফের বাড়বে পূবালী হাওয়া। সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। তাই আরও বাড়বে তাপমাত্রা। মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে।

kolkata-city

হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, ” হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। তবে, উত্তরবঙ্গ বা পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। হলেও তা খুবই সামান্য। তবে, বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকবে এবং রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি ছাড়াবে কলকাতায়।”
আজ কলকাতার তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩১ ডিগ্রিতে।