Book Review: বিয়ে তো নয় যেন বিস্ফোরণ! যত বিপ্লব বিবাহতেই

Book Review: বিয়ে তো নয় যেন বিস্ফোরণ! এই বিবাহ বিস্ফোরণে বার বার নড়ে গিয়েছিল দেশ। একটা নয়, একাধিক এমন বিস্ফোরক ঘটনা। প্রজাপতি ব্রহ্মাার কৃপা দৃষ্টিতে…

Siddharth Mukherjee wrote a research book

Book Review: বিয়ে তো নয় যেন বিস্ফোরণ! এই বিবাহ বিস্ফোরণে বার বার নড়ে গিয়েছিল দেশ। একটা নয়, একাধিক এমন বিস্ফোরক ঘটনা। প্রজাপতি ব্রহ্মাার কৃপা দৃষ্টিতে প্রচলিত হিন্দু সংস্কার পায়ে দলে ভাই-বোন পরস্পর প্রেম করে বিয়ে করেছেন। সাধারণ মুসলিম বাঙালি পরিবারে যেমন ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে হয় তেমনটা হয়না হিন্দু বাঙালিদের ক্ষেত্রে। তবে নজির ভাঙার কাজও হয়েছিল। প্রশ্ন ওঠে বাঙালি মানেই কি সামাজিক বিপ্লবী? এক রহস্যময় বিপ্লবী বিয়ে করেছিলেন এমন এক পরিস্থিতিতে যা কূটনৈতিক সম্বন্ধ বলেই চর্চিত। জীবন বাঁচানোর সেই বিবাহ অভিযান ছিল সুখ-দুঃখের চিরাচরিত দাম্পত্যে মোড়া। পর্দা তুললে দেখা যাবে আরও সব চর্চিত-অচর্চিত বিয়ে। এই বিয়ে ঘিরেই কত অশান্তি, বিতর্ক, বিড়ম্বনা৷

উনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি এই সময়কালে সমাজের বিশিষ্টজন অথবা তাঁদের পুত্র কন্যার বিয়ে ঘিরে নানা বিভ্রাট দেখা যায়৷ সেই সব ঘটনা তুলে ধরে সম্প্রতি প্রকাশিত হয়েছে সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা ‘‘বিশিষ্টজনেদের বিবাহে বিভ্রাট বিবাহে বিপ্লব’’ বইটি৷

বইটিতে আলোচিত ওই সব বিয়ে সেই সময়ের সাপেক্ষে পারিবারিক, সামাজিক বা ধর্মীয় বাধা অতিক্রম করেছিল ফলে তখন তা কেচ্ছা বলে আপাতদৃষ্টিতে মনে হলেও আজকের প্রেক্ষিতে তা অনেকাংশে বিবাহের ক্ষেত্রে সংস্কারের পথ দেখিয়েছে৷ সেদিনের সাপেক্ষে ওই সব বিয়ে যেমন ছিল বৈপ্লবিক তেমনই আবার বিপ্লবের স্বার্থেও কখনও কখনও পাত্র-পাত্রীরা কেমন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তা তুলে ধরেছেন লেখক৷

বইটিতে রয়েছে বিদ্যাসাগরের বা রবীন্দ্রনাথের পুত্র, কেশবচন্দ্র সেন বা মহম্মদ আলী জিন্নাহের কন্যার বিবাহের কথা৷ আবার আলোচিত হয়েছে- অতুলপ্রসাদ সেন, নজরুল ইসলাম, মহম্মদ আলী জিন্নাহ, রাসবিহারী বসু, নেতাজী সুভাষচন্দ্র, ইন্দিরা গান্ধী এবং আরও বেশ কিছু বিশিষ্টজনের বিয়ে ঘিরে বিতর্ক৷আলোচ্য ঘটনাগুলির অনেকটাই সুপরিচিত ৷ তবে এত বিস্তৃতভাবে তথ্য সমাহারে আলোচনা সম্ভবত হয়নি৷

বিতর্কিত ঘটনায় লেখকের দিক থেকে পক্ষাবলম্বনের প্রবণতা থাকে৷ এই সংকলন সেদিক দিয়ে ত্রুটিমুক্তই বলা চলে৷শুধু মনে হয়েছে রাণু ও তাঁর ভানুদাদার সম্পর্কের জটিলতা লেখক সচেতন ভাবে পরিহার করেছেন৷ এছাড়া নারায়ণচন্দ্রের বিধবা বিবাহ কতটা আদর্শ প্রনোদিত সে নিয়ে প্রশ্ন থাকলেও বিদ্যাসাগরকে পুজো করতে গিয়ে এসব ভুলে যেতে চায় বাঙালি৷সেদিক দিয়ে সংকলনভুক্ত নারায়ণচন্দ্রের বিধবা বিবাহ সংক্রান্ত রচনাটিও সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে পারেনি৷তবু বলা চলে এটি এক ব্যতিক্রমী রচনা সংকলন এই ‘‘বিশিষ্টজনেদের বিবাহে বিভ্রাট বিবাহে বিপ্লব’’ ৷

‘বিশিষ্টজনেদের বিবাহে বিভ্রাট বিবাহে বিপ্লব’’
লেখক- সিদ্ধার্থ মুখোপাধ্যায়
প্রকাশক-মান্দাস
মূল্য-৩৫০/-

(এবারের কলকাতা বইমেলায় মান্দাসের স্টল নম্বর হল ৬৫৩ ৷
কলেজস্ট্রিটে বইটি পাওয়া যাচ্ছে- মান্দাস, দে’জ, দে বুক স্টোর(দীপুদা) এবং ধ্যানবিন্দুর বিপণিতে।
বাংলাদেশে পাওয়া যাবে ‘বাতিঘর’, ঢাকার ‘কলকাতা বুকস্’এবং ‘তক্ষশীলা’য়।
অনলাইনে অর্ডার করতে পারেন boighar.in-এর ওয়েবসাইটে, amazon এবং flipkart-এ। এছাড়াও ডাকযোগে পেতে হলে বিক্রেতা এবং সাধারণ পাঠক হোয়াটসঅ্যাপ করুন 84798 73803 নাম্বারে।
৮৪৭৯৮৭৩৮০৩
[email protected]  ১৮, সূর্য সেন স্ট্রিট, কলকাতা- ৭০০০১২)