Dengue: কি করে বুঝবেন আপনি ডেঙ্গিতে আক্রান্ত?

ডেঙ্গি (Dengue) বর্তমানে এমন একটি নাম যা যথেষ্ট মানুষকে ভয় দেখাবার জন্য। টলিউড থেকে বলিউড, উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত প্রত্যেকেই এখন ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ভয় কাবু।…

unknown fever

ডেঙ্গি (Dengue) বর্তমানে এমন একটি নাম যা যথেষ্ট মানুষকে ভয় দেখাবার জন্য। টলিউড থেকে বলিউড, উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত প্রত্যেকেই এখন ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ভয় কাবু।

ডেঙ্গু নিয়ে সারা বছরই তৎপরতা দেখায় রাজ্য সরকার। রাজ্য সরকারের থেকে পৌরসভা গুলিকে নির্দেশ দেয়া হয় যাতে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করা হয় তা সত্ত্বেও ডেঙ্গির এই বারবান্তের পিছনে কি কারণ রয়েছে তাই খতিয়ে দেখছে সরকার। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্তু এরই মাঝে আপনি কি করে বুঝবেন যে আপনার ডেঙ্গু হয়েছে কিনা? কারণ এই সময় ঋতু পরিবর্তন অন্যদিকে শীতের কারণে জ্বর হচ্ছে মানুষের তাই এখন প্রশ্ন হল এর মাঝে কি করে শনাক্ত করবেন ডেঙ্গুর জ্বরকে? 

ডেঙ্গুর কিছু লক্ষণ রয়েছে যা দেখলে প্রাথমিক স্তরেই আপনি সতর্ক হতে পারেন । জানেন সেগুলি কি কি? ? 

  • পেটে ব্যথা, পেটে ব্যথা ডেঙ্গুর একটি প্রাথমিক লক্ষণ। 
  • মাড়ি, নাক গিয়ে রক্ত পড়া । 
  •  জ্বর হওয়া। সাধারণত ৯০ % রোগীর ক্ষেত্রে জ্বরই ডেঙ্গুর স্বাভাবিক লক্ষণ। 
  • অন্যদিকে ডাক্তাররা বলছেন প্রস্রাবের পরিমাণ কমে গেলেও সতর্ক হওয়া উচিত। 
  • ডেঙ্গু হলে শ্বাসকষ্টের প্রবণতা দেখা যায় আক্রন্তের মধ্যে। 
  • ত্বকে লাল রঙের অ্যালার্জিও বেরোতে পারে অনেক সময় । 

মূলত এখনও পর্যন্ত এই কয়েকটি প্রাথমিক লক্ষণকে দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছে ডাক্তাররা। এর সাথে মনে রাখা জরুরি ডেঙ্গু মানেই মৃত্যু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক চিকিৎসা করা হলে ডেঙ্গু কে হারানো সম্ভব।