বর্তমান সময়ে দাঁড়িয়ে তৈলাক্ত ত্বক অর্থাৎ অয়েলি স্কিন (Oily Skin) হলো এক বিরাট সমস্যা। বেশিরভাগ জনেরই ত্বক অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণে গরমে ঘাম হচ্ছে। যতই ঘনঘন জল খাওয়া হোক না কেন, ঘামের পরিমাণ বেড়েই চলেছে।
ওই দিকে বিভিন্ন অত্যাধুনিক ওয়েল কন্ট্রোল জিনিসপত্র ইতিমধ্যেই বেরিয়ে গেছে। যার মধ্যে রয়েছে ওয়েল কন্ট্রোল ফেসওয়াস থেকে শুরু করে অয়েল কন্ট্রোল ক্রিম সবকিছুই কিন্তু এসব করেও বাড়তি ঘামের পরিমাণ যেন কিছুতেই কমছে না। ঘুম থেকে উঠলেই দেখা যাচ্ছে মুখের উপর জমে থাকা অত্যাধিক পরিমাণে তেল। এর ফলে আপনারও চিন্তা বাড়ছে। কি জন্য এত তৈলাক্ত হতে পারে মুখ?
তাহলে দেরি না করে জেনে নি আপনার ত্বক অত্যাধিক তৈলাক্ত থাকার কারণ-
১)শরীরে হরমোনের সমস্যা থাকলে তৈলাক্ত ত্বকের সমস্যা আরও বেশি করে বাড়তে থাকে।
২) অত্যধিক পরিমাণে ভাজাভুজি অর্থাৎ তৈলাক্ত খাবার খেলে, তখন তেলের পরিমাণ বাড়তে থাকে। এর ফলে ব্রণর মতন সমস্যার সৃষ্টি হয়।
৩) অত্যধিক স্ট্রেস থাকলে কর্টিসল হরমোন ভারসাম্য হারিয়ে ফেলে। যার ফলে দেখা দেয় তৈলাক্ত ত্বকের সমস্যা।
৪) দিনে কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো একান্ত আবশ্যক কিন্তু এই ঘুম যদি না হয়, তাহলে তৈলাক্ত ত্বকের সমস্যা বাড়তে থাকে।
৫) সন্তানধারণ, ঋতুস্রাব এইসব কারনেও হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায়। এতেও ত্বক তৈলাক্ত হওয়ার প্রবণতা থাকে।